Bollywood Death: দোল খেলে বাড়ি ফেরার পরেই অঘটন! পাঁচতলা থেকে পড়ে বলিউড পরিচালকের ছেলের মৃত্যু - Bangla Hunt

Bollywood Death: দোল খেলে বাড়ি ফেরার পরেই অঘটন! পাঁচতলা থেকে পড়ে বলিউড পরিচালকের ছেলের মৃত্যু

By Bangla Hunt Desk - March 19, 2022

বাংলাহান্ট ডেস্কঃ দোল খেলে বাড়ি ফেরার পরেই অঘটন! আচমকাই পাঁচতলা থেকে পড়ে মারা যান বলিউড নির্মাতা ও অভিনেতা গিরিশ মালিকের ছেলে মান্নান (১৭) । ওই ভবনেই বসবাস করেন এ বলিউড পরিচালক। শোকের ছায়া বলিউডে।

আরো পড়ুন- Shootout in Tiljala: হোলির দিন তিলজলায় গুলিবিদ্ধ যুবক, আক্রান্ত বাবা

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে হোলি খেলতে বেরিয়েছিলেন মান্নান। সময়মতোই বাড়ি ফিরেও আসেন। তারপর ওই ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত মন্ননকে তড়িঘড়ি কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

মন্ননের বাবা গিরিশ বলিউডের পরিচালক এবং অভিনেতা। ‘তিরঙ্গা’, ‘শোলা অউর শবনম’-এর মতো একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোরবাজ’-এর পরিচালক গিরিশ। ছবির মুখ্য চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। পরিচালকের স্বজনবিয়োগে শোকস্তব্ধ অভিনেতা। ‘তোরবাজ’-এর প্রযোজক রাহুল মিত্রের কথায়, “এই দুর্ভাগ্যজনক ঘটনাটি জেনে আমি বিস্মিত। সঞ্জয়কে (দত্ত) জানিয়েছি। ও গভীর ভাবে শোকাহত। ‘তোরবাজ’-এর শ্যুটে গিরিশের সঙ্গে আসত ও। খুবই প্রতিভাশালী ছেলে ছিল।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর