Silent Heart Attack: কোনও লক্ষণ বা ব্যথা ছাড়াই মৃত্যু, হয়ে গেল হার্ট অ্যাটাক! সায়লেন্ট অ্যাটাকের লক্ষণ কী? কী করবেন? - Bangla Hunt

Silent Heart Attack: কোনও লক্ষণ বা ব্যথা ছাড়াই মৃত্যু, হয়ে গেল হার্ট অ্যাটাক! সায়লেন্ট অ্যাটাকের লক্ষণ কী? কী করবেন?

By Bangla Hunt Desk - December 17, 2023

কোনও লক্ষণ বা ব্যথা ছাড়াই মৃত্যু, হঠাৎ করে হার্ট অ্যাটাক (Silent Heart Attack)। হয়ত যাঁর অ্যাটাক হল, তিনি বুঝতেও পারলেন না। উপসর্গ হল, বুকে যন্ত্রণা হল। চলেও গেল। রোগী বুঝলেনও না তাঁর হৃদযন্ত্রে বড় সমস্যা পাকিয়ে গিয়েছে। কারও হার্ট অ্যাটাক হয়েছে অথচ তিনি নিজেই বুঝতে পারেননি, এমন ঘটনা ঘটে কিন্তু হামেশাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক বা সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফ্র‍্যাকশন। আজকাল, অনেক মানুষ হঠাত্‍ করেই এই হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারাচ্ছেন।

সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৫ লক্ষণ-

১) গ্যাস্ট্রিক সমস্যা বা পেট খারাপ

২) কোনও কারণ ছাড়াই অলসতা এবং ক্লান্তিভাব

৩) সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়া

৪) হঠাত্‍ ঠান্ডা লাগা বা ঘাম হওয়া

৫) ঘন ঘন শ্বাসকষ্ট

সাইলেন্ট হার্ট অ্যাটাকের কারণ-

তৈলাক্ত, চর্বিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া

শারীরিক কার্যকলাপের অভাব

ভারী মদ্যপান এবং ধূমপান

ডায়াবেটিস এবং স্থূলতার কারণে

মানসিক চাপ এবং উত্তেজনা

সাইলেন্ট হার্ট অ্যাটাক কি-

সাইলেন্ট হার্ট অ্যাটাককে ডাক্তারি ভাষায় বলা হয় সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এতে হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হয় না এবং অ্যাটাক একেবারেই শনাক্ত করা যায় না। যদিও কিছু লক্ষণ অবশ্যই অনুভূত হয়।

Silent Heart Attack

সাইলেন্ট হার্ট অ্যাটাকের ব্যথা নেই কেন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনেক সময় স্নায়ু বা মেরুদন্ডে এমন সমস্যা দেখা দেয় যা মস্তিষ্কে ব্যথার অনুভূতি প্রেরণ করে বা কোনও মানসিক কারণে ব্যক্তি ব্যথা শনাক্ত করতে পারে না। বার্ধক্য বা ডায়াবেটিক রোগীদের অটোনমিক নিউরোপ্যাথির কারণে, এন্ট্রিও সনাক্ত করা যায় না।

সাইলেন্ট হার্ট অ্যাটাক থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন

১) খাবারে বেশি করে সালাদ ও শাকসবজি নিন।

২) প্রতিদিন ব্যায়াম, যোগব্যায়াম এবং হাঁটা।

৩) সিগারেট, অ্যালকোহল এড়িয়ে চলুন।

৪) খুশিতে থাকুন এবং মন ভালো থাকে এমন কাজ করুন

৫) চাপ এবং উত্তেজনা এড়াতে চেষ্টা করুন।

৬) নিয়মিত চিকিত্‍সকের কাজে চেকআপ করান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর