প্রথম দফার ভোট মিটতেই উত্তরের ৩ আসনে বিজয় মিছিল তৃণমূলের - Bangla Hunt

প্রথম দফার ভোট মিটতেই উত্তরের ৩ আসনে বিজয় মিছিল তৃণমূলের

By Bangla Hunt Desk - April 20, 2024

বাংলাহান্ট ডেস্কঃ তিন কেন্দ্রেই গতবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। উত্তরবঙ্গকে কার্যত গড় বলা হয় গেরুয়া শিবিরের। সেই উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে আজ নির্বাচন সংগঠিত হয়। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে মোটের উপর শান্তিতেই ভোট হয়েছে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনই। ভোট মেটার পর দেখা গেল, তিন কেন্দ্রেই পালা করে ‘আনন্দ মিছিল’ বা আক্ষরিক অর্থে আগাম বিজয় মিছিলের আয়োজন করা হল তৃণমূল কংগ্রেসের তরফে।

অন্যদিকে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দলীয় কার্যালয়ের সামনে এদিন লাড্ডু খাওয়ালেন দলের কর্মীরা। তাঁরা নিশীথের জয় নিয়ে আশাবাদী। বলেন, “নিশীথ প্রামাণিক এবার জিতছেনই। বিভিন্ন মণ্ডল থেকে যে সমস্ত ইতিবাচক খবর এসেছে, তাতে আমাদের জয় নিশ্চিত।”

সব মিলিয়ে, গণনার আগেই জয়ের দাবি করে ‘বিজয় মিছিলে’ মেতে উঠল কোচবিহার। যদিও কে কার আগে মিছিল বার করবে, তা নিয়ে চাপা চাপানউতর ছিল। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে কোচবিহারের জেলা সভাপতি ঘোষণা করেন, জয় তাঁদেরই হচ্ছে। তাই জয়ের আগাম মিছিল হবে। সন্ধ্যায় মিছিলও করেন তাঁরা। কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, ‘‘মানুষের রায় আমাদের কাছে পরিষ্কার। প্রতিটি বুথ থেকে আসা রিপোর্ট খুবই ভাল। বিজেপি দেওয়ালের লিখন পড়তে পারছে না। আমরা লিখে দিচ্ছি, কোচবিহারে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক লক্ষাধিক ভোটে হারছেন। বিজেপি কোনও বিধানসভাতেই লিড পাচ্ছে না। এমনকি কোচবিহার শহরেও আমরা অপ্রত্যাশিত ফলাফল করতে চলেছি।’’

কোচবিহারের বিজেপির সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে কোচবিহারে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। এ বার তার জবাব দিলেন মানুষ। জয়ের ব্যাপারে আমরা ১০০ শতাংশ আশাবাদী। এ জন্য আমরা মিষ্টিমুখ করলাম, বাজি পোড়ালাম। তৃণমূল বিজয় মিছিল করছে, না পরাজয় মিছিল করছে, সেটা ৪ তারিখে পরিষ্কার হয়ে যাবে।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর