এবার ‘বাদাম-কাকু’কে নাইটি পরে বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা! - Bangla Hunt

এবার ‘বাদাম-কাকু’কে নাইটি পরে বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা!

By Bangla Hunt Desk - December 06, 2021

সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং-এ রয়েছে ‘কাঁচা বাদাম’ গানটি। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাকে অর্ধনগ্ন হয়ে সারা গায়ে বাদামের মালা পরে সকলের সামনে আসতে দেখা গিয়েছিল। তবে এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানালেন কাঁচা বাদাম গানটির স্রষ্টা বীরভূমের ভুবন বাদ্যকরকে বিয়ে করে ফেলেছেন তিনি।

পাশাপাশি নিজেকে সকলের কাছে ‘বাদাম কাকিমা’ বলেও পরিচয় দিয়েছেন তিনি। বলাই বাহুল্য স্যান্ডির এই নতুন দাবি হতবাক করে দিয়েছে তার অনুগামীদের। এদিন তার শেয়ার করা ফটো থেকে অনুগামীরা দেখতে পেয়েছেন আকাশি রঙের নাইটি পরে এই জনপ্রিয় ইউটিউবার গলায় বাদামের মালা ঝুলিয়ে জড়িয়ে ধরেছেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকরকে।

প্রসঙ্গত কিছুদিন আগে গানের স্রষ্টা ভুবন বাদ্যকর বীরভূম থানায় নালিশ জানিয়েছিলেন যে তার গান চুরি করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা রোজগার করছেন অথচ এক টাকাও তিনি পাচ্ছেন না। এবার স্যান্ডি সাহার সঙ্গে তাকে দেখে যারপরনাই খুশি হয়েছেন নেটিজেনরা।

কারণ তারা মনে করছেন এতে কিছুটা হলেও স্বীকৃতি পাবেন ভুবনবাবু। পাশাপাশি ইউটিউবার জানিয়েছেন নিজের সাধ্যমত সাহায্য করেছেন তিনি ‘কাঁচা বাদাম’ গানের জনককে। বলাইবাহুল্য তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর