

বাংলা হান্ট ডেস্ক: ঘাসফুল শিবির ছেড়ে এখন পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় কর্মিসভা থেকে এই প্রথম দলত্যাগী রাজীব–প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের সভায় নাম না করে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মমতা বলেন, ‘বন সহায়ক পদ নিয়ে দূর্নীতি করা হয়েছে। চুরি করে বিজেপি–তে চলে গিয়েছে। রাজ্য সরকার তদন্ত করছে।’এ প্রসঙ্গে মমতাকে পালটা বিঁধেছে বিজেপি। দলে থাকাকালীন কেন মনে পড়ল না, কটাক্ষ গেরুয়া শিবিরের।

মাসকয়েক আগে অষ্টম শ্রেণি পাশে বন সহায়ক পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। অষ্টম শ্রেণি পাশের পাশাপাশি উচ্চশিক্ষিতরাও আবেদনপত্র জমা দেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হওয়ায় লাইনও পড়ে বিস্তর। এই শূন্যপদ নিয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, ‘যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, সে বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কিছু কারসাজি করেছে। আমাকে অনেকে এই অভিযোগ করেছে। আমরা সেটা তদন্ত করে দেখছি।’

রাজীবের নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কটাক্ষ, ‘ওই ছেলেটা বাইরে গিয়ে এখন অনেক বড় বড় কথা বলে। কিন্তু ও বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কী করেছে সেটা ওঁরা কাছে আগে জিজ্ঞাসা করুন। চুরি করে এখন বিজেপি–তে চলে গিয়েছে। কারণ, বিজেপি তো এখন ওয়াশিং মেশিন। কালো চোরগুলি বিজেপি–তে যায় আর ফর্সা হয়ে বেরিয়ে আসে। এটাই বিজেপি দলের কাজ। সব চোর, গুন্ডা, ডাকাতদের দলে নেয় আর বলে তৃণমূলকে হারাও। তৃণমূলকে অত সহজে হারানো যাবে না। তৃণমূলই ক্ষমতায় ফিরবে।’
এর আগে একাধিকবার দলবদলকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত লোভ এবং টিকিট না পাওয়ার আশঙ্কায় দলবদলের সিদ্ধান্ত বলেও দাবি করেছেন। তবে এই প্রথমবার এহেন বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে রাজিব প্রসঙ্গে মমতাকে পালটা বিঁধেছে বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি , রাজীব দল ছাড়ার আগেই বন সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। দুর্নীতি হলে সেই সময়েই হয়েছে। সেই সময় কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিস্ফোরক অভিযোগে সুর চড়ালেন না, এমনই প্রশ্ন তুলেছেন তিনি। রাজীব এখন দল ছেড়েছেন বলেই মুখ খোলা হল বলেই পালটা দাবি জয়প্রকাশের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য প্রসঙ্গে এখনও বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স