কাজি গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ' বঙ্গধ্বনী ' যাত্রায় জনজোয়ার - Bangla Hunt

কাজি গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ‘ বঙ্গধ্বনী ‘ যাত্রায় জনজোয়ার

By Bangla Hunt Desk - December 16, 2020

মালদা: মালদা কাজি গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বঙ্গধনী যাত্রা। এদিন রাজনগর স্ট্যান্ড থেকে এই পদযাত্রা শুরু হয়ে গোটা বাগবাড়ি এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী ,উপ-প্রধান মন্টু ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখ সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে বাগবাড়ি এলাকায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত কয়েক বছরের তৃণমূল সরকারের উন্নয়ন কে তুলে ধরে রিপোর্ট কার্ড বিলি করা হয় সাধারণ মানুষদের মধ্যে। এই বিষয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কমসূচী নেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে তৃণমূল সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে।

অন্যদিকে এই বিষয়ে কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী জানান, আজকের এই বঙ্গধ্বনি পদযাত্রায় ব্যাপক সাড়া মিলেছে। গোটা রাজ্যের পাশাপাশি কাজি গ্রাম অঞ্চলের প্রত্যেক মানুষের কাছে আমরা স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে দিতে শিবির করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে কাজি গ্রাম অঞ্চলের প্রত্যেকটি এলাকায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর