এবার চিনের দিকে মিসাইল তাক করল জাপান, ধীরে ধীরে চারদিক থেকে ঘেরাও হচ্ছে চিন! - Bangla Hunt

এবার চিনের দিকে মিসাইল তাক করল জাপান, ধীরে ধীরে চারদিক থেকে ঘেরাও হচ্ছে চিন!

By Bangla Hunt Desk - June 21, 2020

লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত ও চিনের মধ্যে সংঘাত চরমে। এরই মাঝে নতুন করে চাপে পড়ল চীন। চিনের ভূখণ্ডের দিকে মিসাইল তাক করলো জাপান।করোনা ভাইরাসের আক্রমণ সারা বিশ্বকে থমকে দিলেও, চীনের আগ্রাসনকে থামাতে পারেনি। বরং দক্ষিণ-চিন সাগর থেকে শুরু করে লাদাখের গালওয়ান উপত্যকা পর্যন্ত চিনের আগ্রাসন দিন দিন বেড়েই চলছে। যার ফলে চীনের ওপর রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে একাধিক পড়শী শক্তিধর দেশগুলির মধ্যে।

চিনের এই আগ্রাসন রুখতে জাপান পূর্ব-চিন সাগরের সামনেই প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। এর আগে সুপার পাওয়ার আমেরিকাও তার তিনটি বিমানবাহী রণতরী দক্ষিণ-চিন সাগরের দিকে রওনা করিয়ে দিয়েছে। যার ফলে চিনের নৌবাহিনীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। ফের জাপান চিনের দিকে মিসাইল মোতায়েন করায় বেকায়দায় পড়েছে চিন। আর লাদাখ থেকে অরুণাচল প্রদেশ সীমান্ত পর্যন্ত চিনকে ঘিরে ফেলছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের একাধিক সুপারপাওয়ার যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেমসহ লক্ষাধিক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে চিন সীমান্তে। সুপারপাওয়ার আমেরিকাসহ একাধিক শক্তিধর রাষ্ট্র চিনের আগ্রাসন রুখতে চিনকে ঘিরে ফেলতে শুরু করেছে। যাতে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে চীনকে যোগ্য জবাব দেওয়া যায়।

লাদাখে ২০ জন শহীদ ভারতীয় সেনার বলিদান বৃথা যাবে না বলে চিনকে হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার এবার চীনের আগ্রাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। পুলওয়ামা ঘটনার পর যেমনটা করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে। ভারত কূটনৈতিকভাবে ও ভারতীয় সেনার দ্বারা সামরিক পদক্ষেপের মাধ্যমে চিনকে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে ফেলার চেষ্টা করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর