১৫ জানুয়ারি রবিবার মকর সংক্রান্তি। আর এই মহাযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিন্দুধর্মে। কারণ এই দিনের ভোরে যেমন তর্পনের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তেমনই এই দিনে নানা শুভকাজ শুরু করার রীতিও রয়েছে দিনে।
জ্যোতিষশাস্ত্র মতেও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইদিনে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের উল্লেখযোগ্য স্থান পরিবর্তন ঘটে। ফলে অনেক রাশির জাতকরা এর সুবিধালাভ করেন। আর আসন্ন। মকর সংক্রান্তিতেও সূর্যের আশীর্বাদ লাভ করবেন বেশ কিছু রাশির জাতকরা। এর ফলে মকর সংক্রান্তির পর থেকে সব রাশির ভাগ্যেই আসবে বদল।
আরো পড়ুন- স্কুলছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ট্যাব কেনার টাকা হাতানোর আভিযোগ, গ্রেপ্তার ২
মেষ- এই রাশির জাতক-জাতিকাদের দশম ঘরে বসেছেন সূর্য। যা চাকরি এবং কর্মক্ষেত্রের ঘর। এর ফলে আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন। এই সময়ে একটি নতুন চাকরির অফার পেতে পারেন।নতুন জিনিসের প্রতি আপনার ঝোঁক বাড়বে। রাজনীতি ও চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটা দারুণ সময়। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যত্ন নেওয়া দরকার। বিবাদের পরিস্থিতি হতে পারে।বিচক্ষণতার সঙ্গে কাজ করলে শুভ ফল পাবেন। আপনার কাজের প্রশংসা করা হবে। ব্যবসায়ীরা উন্নতি করবেন। মুনাফা অর্জন করবেন আপনি।
বৃষ- ত্রিগ্রহী যোগ আপনার জন্য শুভ হতে পারে। এই যোগ আপনার রাশির নবম ঘরে তৈরি হতে চলেছে। যা সৌভাগ্যের ঘর হিসেবে বিবেচিত হয়। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। পুরানো বিনিয়োগ থেকে লাভ পাবেন। এই সময়ে ইচ্ছাপূরণ হতে পারে। আপনি যে সমস্ত ক্ষেত্রে আগ্রহী নন সেগুলিতে আগ্রহ বাড়বে। শুধু তাই নয় এই সময়ে আপনি বিলাসবহুল জিনিসের পিছনে বেশি অর্থ ব্যয় করতে পারেন। ১৫ জানুয়ারির পর সময়টা একটু কঠিন হবে। চাকরিতে ভাল সয় কাটবে। তবে কথাবার্তায় সংযম রাখুন। সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
সিংহ- ত্রিগ্রহী যোগ আপনার পক্ষে অনুকূল হতে পারে। কারণ এই যোগ আপনার রাশির ষষ্ঠ ঘরে তৈরি হচ্ছে। যা শত্রু ও রোগের স্থান। তাই এই সময়ে আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। এর পাশাপাশি সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মসম্মানবোধও বাড়বে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। এই সময়ে পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মজীবনে অনুকূল সময়। গাড়ি বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। সুখ ও সমৃদ্ধি থাকবে।
কর্কট- মকর সংক্রান্তিতে শনি, সূর্য এবং শুক্রের মিলন কর্কট রাশির জন্য দারুণ উপকারী হতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। অবিবাহিতরা সঙ্গী পাবেন।
মিথুন- এই সময়ে সূর্য মিথুন রাশির অষ্টম ঘরে থাকবে। আপনার উন্নতি হবেষ। শুধু তাই নয় এই সময়ে এমন কিছু ঘটনাও ঘটতে পারে যা আপনি ভাবতেও পারেননি। স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। যে কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। আপনার সামাজিক বৃত্ত বাড়বে। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভ্রমণের সুযোগও তৈরি হচ্ছে। মিথুন রাশির জাতক-জাতিকারা কেরিয়ারে সাফল্য পাবেন। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে।
মীন- ত্রিগ্রহী যোগ কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে পারে। কারণ এই যোগ আপনার রাশি থেকে একাদশ ঘরে তৈরি হতে চলেছে। সেজন্য এই সময়ে আপনার আয় বাড়তে পারে। আয়ের নতুন উৎসও তৈরি হবে। এর পাশাপাশি আর্থিক বিষয়ে আপনি উন্নতি করবেন। অন্যদিকে, জানুয়ারি থেকে মীন রাশিতে সাড়ে সাতি।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!