

বাংলাহান্ট ডিজিটালঃ আজই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, (Amit Shah)। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ) lyদিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর। এর এই গুরুত্বপূর্ণ বৈঠকে ফের একবার মুখোমুখি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরই দু’জনের আলাদা বৈঠক হবে ৷ তার প্রস্তুতিও ইতিমধ্যেই সেরে ফেলেছে রাজ্য প্রশাসনের শীর্ষ কার্যালয় ৷ মূলত, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে কেন্দ্র কী ভাবছে, বা অন্য়ান্য রাজ্যের এ নিয়ে কোনও বক্তব্য রয়েছে কিনা, সেই বিষয়েই নিশ্চিত হতে চায় নবান্ন ৷ রাজ্যেরও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে ৷ সেইসব প্রশ্নের জবাব পেতে অমিত শাহের হাতে কয়েকটি দাবিপত্র তুলে দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী ৷
আরো পড়ুন- পেশায় পরিচারিকা, তবু আজ বিশ্ববিখ্যাত লেখিকা এই বাঙালিনী

শনিবার নবান্ন সভাঘরে আয়োজিত হতে চলা এই বৈঠকে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্য়ায় ছাড়াও উপস্থিত থাকার কথা ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ তবে, সূত্রের দাবি, শনিবারের বৈঠকে নীতীশের আসার সম্ভাবনা ক্ষীণ ৷ তাঁর বদলে বৈঠকে যোগ দিতে পারেন তাঁরই ডেপুটি তেজস্বী যাদব ৷ এর পাশাপাশি, নবান্ন সূত্রে যতটুকু জানা গিয়েছে, তাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই বৈঠকে উপস্থিত থাকছেন ৷ একইসঙ্গে, এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ-সহ কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীগুলির শীর্ষ আধিকারিকদেরও ৷ মূলত চার রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে ৷ তার প্রয়োজনীয় সমাধান ও সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে ৷
সূত্রের খবর, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরই দু’জনের আলাদা বৈঠক হতে পারে ৷ তার প্রস্তুতিও ইতিমধ্যেই সেরে ফেলেছে রাজ্য প্রশাসনের শীর্ষ কার্যালয়। নবান্ন সভাঘরের পাশে সচিবালয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তুতিও রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স