

বৃহস্পতিবার থেকে যাত্রী সাধারণের জন্য খুলে গিয়েছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। নিয়ম মেনে সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। মেট্রো কর্তৃপক্ষের কপাল খুললেও, শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো চালকদের মুখের হাসি উড়ে গিয়েছে। কারণ, মেট্রো শুরু হওয়ায় অটোর পথ এড়িয়ে যাচ্ছেন বেশির ভাগ যাত্রী।
অটো চালকদের বক্তব্য, রাতারাতি উধাও ৩০ শতাংশ যাত্রী। শুক্রবার থেকেই ব্রেক জার্নি করে সেক্টর ফাইভে যাওয়া যাত্রী হারাতে শুরু করেছেন শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো চালকরা। সোমবার থেকে সেই সংখ্যা আরও প্রায় দশ শতাংশ বেড়ে ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে অনুমান অটো চালকদের। ফলে এই পরিস্থিতি দেখে অনেকেই বলছেন, কারও পৌষমাস তো কারও সর্বনাশ!

বিধাননগর থেকে করুণাময়ী পর্যন্ত অটো চালান কনক নস্কর। তিনি বলেন, “শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রোরেল চালু হলে আমাদের খুবই অসুবিধা হবে। যে যাত্রীরা বিধাননগর থেকে অটো করে সেক্টর ফাইভ বা করুণাময়ীতে আসতেন তাঁরা এ বার থেকে শিয়ালদহ থেকে সরাসরি মেট্রো করে যাতায়াত করবেন। আমরা আর সেই যাত্রী পাব না। একে তো লকডাউনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, সেখানে আবার লোকসান হওয়ার আশঙ্কায় আছি। তার ওপরে আবার গাড়ি চালানোর গ্যাসের দাম বেড়ে চলেছে। কী করব বুঝতে পারছি না।”
অপর অটো চালক অমূল্য মণ্ডল বলেন, “একদিকে রোজগার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তেমনই অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। আমাদের কী করে চলবে।” অটোচালক বিনয় তপাদার বলেন, “যাত্রী কমবে মানে আয়ও কমবে। কিন্তু খরচ কমবে না। এই অবস্থায় সংসার চলবে কী করে?” অটো চালকদের পাশাপাশি রিকশা ও টোটো চালকদেরও দুশ্চিন্তা রয়েছে। অফিস টাইমে যাত্রীদের ভিড়ে অটোর উপচে পড়া যাত্রীদের থেকে রোজগার হতো এইসব যানের। কিন্তু ভবিষ্যতে সেটাও কতটা জুটবে তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁদের মনেও।


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স