অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে - Bangla Hunt

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

By Bangla Hunt Desk - December 28, 2022

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাই প্রহ্লাদ মোদী গাড়ি দুর্ঘটনায় আহত হন। ছেলে, পুত্রবধূ ও নাতির সঙ্গে বান্দিপুরে যাচ্ছিলেন তিনি। কর্নাটকে যাওয়ার পথে মাইসুরুতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁরা গাড়ি। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ভাইকে জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

আরো পড়ুন- চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

উল্লেখ্য, চলতি মাসেই শেষ হয়েছে গুজরাট বিধানসভা ভোট। সেখানে বিরাট জয় পেয়েছে বিজেপি। দ্বিতীয় দফার ভোটের মুখে গান্ধীনগরে প্রচারে গিয়ে মা-র সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওই দিন মা-র পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। মা-র সঙ্গে বসে চা খেতে খেতে কিছুক্ষণ গল্পও করেছিলেন তিনি। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রধানমন্ত্রী মা হীরাবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর