বাংলাদেশের ঔষধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ! রাজ্যের সরকারি হাসপাতালে মিলছে এই ঔষধ! তুঙ্গে বির্তক - Bangla Hunt

বাংলাদেশের ঔষধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ! রাজ্যের সরকারি হাসপাতালে মিলছে এই ঔষধ! তুঙ্গে বির্তক

By Bangla Hunt Desk - April 05, 2022

বাংলাদেশের ঔষধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ! রাজ্যের সরকারি হাসপাতালে মিলছে বাংলাদেশের এই ঔষধ! ডক্সিসাইক্লিন নামের অন্টিবায়োটিক ক্যাপসুল। যার পিছনে লেখা, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়” পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা সরকারি হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে সেই ওষুধ। যা নিয়ে মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক।

আরো পড়ুন- No Vote to Babul-এর পালটা “আরবান নক্সাল”, বলে বামেদের কটাক্ষ বাবুলের

জানা গিয়েছে, মহকুমা হাসপাতালের আউটডোর ওষুধ কাউন্টার থেকে রোগীদের এই ওষুধ দেওয়া হচ্ছে।  সরকারি হাসপাতালে কীভাবে এই ধরনের নিষিদ্ধ ওষুধ এল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন নামপ্রকাশে অনুচ্ছুক চিকিৎসকরা। কার নির্দেশে সরকারি হাসপাতালে এই ওষুধ এল? সদুত্তর দিতে পারলেন না কাঁথি মহকুমা সরকারি হাসপাতালের সুপারও। সিএমওএইচ বা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দিকে বিষয়টি ঠেলে দিয়েছেন তিনি। সমস্ত প্রশ্ন তাঁকে করতে বলেছেন সুপার। কেবল এই একটা ওষুধ নয়, আরও বেশ কয়েকটি গ্রুপের ওষুধের নাম, এই তালিকায় রয়েছে বলে অভিযোগ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর