Height And Sex: কম উচ্চতার পুরুষরাই যৌনতায় শ্রেষ্ঠ! চমকপ্রদ তথ্য গবেষণায় - Bangla Hunt

Height and Sex: কম উচ্চতার পুরুষরাই যৌনতায় শ্রেষ্ঠ! চমকপ্রদ তথ্য গবেষণায়

By Bangla Hunt Desk - March 19, 2022

বাংলাহান্ট ডেস্কঃ কম উচ্চতার পুরুষরাই যৌনতায় শ্রেষ্ঠ। কম উচ্চতার পুরুষদেরই যৌনতায় বেশি নাম্বার দিচ্ছেন মহিলারা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এরকমই এক চমকপ্রদক তথ্য।

উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। উচ্চতা বাড়ানোর হেলথ ড্রিঙ্কয়ের রমরমা দেখে তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। কিন্তু যে সকল পুরুষ সর্ব ক্ষণ নিজের উচ্চতা নিয়ে মানসিক চাপে থাকেন তাঁরা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারেন সাম্প্রতিক এক গবেষণায়। একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে অপেক্ষাকৃত কম উচ্চতা সম্পন্ন পুরুষরা যৌনতায় বেশি এগিয়ে।

আরো পড়ুন- বিশ্বে সুখী দেশের তালিকায় তলানিতে ভারত! উপরে পাকিস্তান

গবেষণায় দেখা গিয়েছে, ১৭৫ সেন্টিমিটার বা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চির কম উচ্চতার পুরুষরা অপেক্ষাকৃত লম্বা পুরুষদের তুলনায় যৌন মিলনে বেশি আগ্রহী। মহিলারাও তাঁদের সঙ্গে মিলনে বেশি ইচ্ছুক।

গবেষণাপত্রে গবেষকরা দাবি করেছেন, দেখা গিয়েছে অপেক্ষাকৃত কম উচ্চতার পুরুষরা যৌনতায় বেশি নম্বর পাবেন! তাঁরা সঙ্গিনীকে যৌনসুখ দিতে বেশি পারঙ্গম!

সমীক্ষায় দেখা গিয়েছে, অপেক্ষাকৃত কম উচ্চতার পুরুষরা বেশি সংসারি, গৃহস্থলীর কাজ কর্মে হাত লাগানোর ক্ষেত্রেও লম্বা পুরুষদের চেয়ে তাঁরা এগিয়ে বলেই মত গবেষকদের। বাড়ির কাজ কর্মে গড়ে প্রায় এক ঘণ্টা বেশি সময় নিয়োগ করেন এই ধরনের পুরুষরা। তাঁদের মধ্যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের প্রবণতাও কম। তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার প্রায় ৩২ শতাংশ কম।

কিন্তু কেন এমনটা হয়? কীভাবে একজন পুরুষের উচ্চতা প্রভাব ফেলে তাঁর যৌনজীবনে? অনেক গবেষকদের মতে, এর নেপথ্যে রয়েছে ‘নেপোলিয়ন কমপ্লেক্স’। এই তত্ত্ব অনুসারে, উচ্চতা কম হলে, নিজেদের পৌরুষকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠেন পুরুষেরা, যার উদাহরণ দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় মেরি পতনি অওর ও’-তে!

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর