রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে বিধ্বংসী আগুন - Bangla Hunt

রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে বিধ্বংসী আগুন

By Bangla Hunt Desk - March 18, 2022

মালদাঃ- রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, হবিবপুর থানার অন্তগত, বুলবুলচন্ডী অঞ্চলের রাইস মিল কলোনি এলাকায় বিধ্বংসী আগুনে আহত দুই স্বামী- ও স্ত্রী। এলাকাবাসী অনুমান , বৃহস্পতিবার রাত রাইসমিল কলোনি এলাকায় সুকুমার সিংহের বাড়িতে রাতের রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুল লাগে, আগুনে ভস্মীভূত হয় সুকুমার সিংহের বাড়ি সহ ওই আগুনে আহোত সুকুমার সিংহ সহ তার স্ত্রী পাতু সিংহ। হঠাৎ তাদের চিকিৎসা শুনে ও আগুন জ্বলতে দেখে ছুটে আসে এলাবাসী তরিঘরি সুকুমার সিংহ ও তার স্ত্রীকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়ার সাথে সাথে দমকলে,শুরু হয় আগুন নেভানো কাজ, এলাকাবাসী ওই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার টি কোন মতে বের করে পাশে থাকা নদীতে ফেলে দেয়।পরে আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলবাহিনীর প্রাথমিক ভাবে অনুমান গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়েছে আগুন । এখনও সঠিক ভাবে কেউ বলতে পাছেনা ক্ষতির পরিমান কতটা।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর