ইল শিকার করেতে গিয়ে লাগল ৬০০ ভোল্ট ! ছটফট করতে করতে কুমিরের মৃত্যু, ভাইরাল ভিডিও - Bangla Hunt

ইল শিকার করেতে গিয়ে লাগল ৬০০ ভোল্ট ! ছটফট করতে করতে কুমিরের মৃত্যু, ভাইরাল ভিডিও

By Bangla Hunt Desk - February 01, 2022

বাংলাহান্ট ডেক্সঃ রুই-কাতলা মত সাধারন পাঁচটা মাছ নয়, একটি ইল শিকার করেতে গিয়ে লাগল ৬০০ ভোল্ট। আর তাতেই ছটফট করতে করতে প্রান গেল কুমিরের। এ রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

আরো পড়ুন- Union Budget 2022 : বাজেটে কিসের দাম কমল? কিসের দাম বাড়ল? জনগনের আশা কি পূরণ হল, জেনে নিন

শিকারির হাত থেকে বাঁচতে একটি ইল (electric-eel) শরীরে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সাধারণত একটি ইলেকট্রিক ইল মাছ তাদের শরীরে সর্বোচ্চ ৬০০ ভোল্ট পর্যন্ত উৎপন্ন করতে পারে। যা একজন মানুষকেও মেরে ফেলতে সক্ষম। এক্ষেত্র তেমনই ঘটনা ঘটেছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি জলাশয়ের পাড়ের কাছে একটি ইল মাছ। তার ঠিক কাছেই ঘাপটি মেরে ছিল একটি কুমির। সুযোগ বুঝে ইল মাছটিকে চোয়ালের মাঝে চেপে ধরতেই বিপত্তি। ইলের শরীরে উৎপন্ন ৬০০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে। একটা সময় ছটফট করতে করতে সেটি মারাও যায়। তখনও কুমিরের চোয়ালের মাঝে আটকে ছিল ইল মাছটি। সেটিও মারা গিয়েছিল। ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর