৬৭ লক্ষ টাকা ঘুষ নিয়েও টিকিট দেয়নি দল, থানায় গিয়ে কেঁদে ভাসালেন দাপুটে এই নেতা - Bangla Hunt

৬৭ লক্ষ টাকা ঘুষ নিয়েও টিকিট দেয়নি দল, থানায় গিয়ে কেঁদে ভাসালেন দাপুটে এই নেতা

By Bangla Hunt Desk - January 15, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বিধানসভা ভোটের টিকিট পেতে ৬৭ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন বিএসপি নেতা আর্শাদ রানা। কিন্তু টিকিট না পাওয়ায় থানায় গিয়ে হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরো পড়ুন- Municipal Election: ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র

অভিযোগ, বিধানসভা ভোটের টিকিট দেওয়ার নাম করে ধাপে ধাপে তাঁর থেকে ৬৭ লক্ষ টাকা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবাতী।

আর্শাদ রানার অভিযোগ, ২০১৮-তে মুজাফ্ফরনগর জেলার ওই বিধানসভার পর্যবেক্ষক হিসাবে নির্বাচিত হন তিনি। পর্যবেক্ষক হওয়ার দু তিনদিন আগেই তাঁকে ছার্তাওয়াল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করার আশ্বাস দিয়েছিলেন বিএসপি-র পশ্চিম উত্তরপ্রদেশের পর্যবেক্ষক শামসুদ্দিন রায়না। এখানেই শেষ নয়, তিনি আরও অভিযোগ করেন, প্রার্থী করার জন্য তাঁকে বেশকিছু টাকা দিতে হবে বলেও জানানো হয়।

আরো পড়ুন- উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার নেপথ্যে কি কারন? প্রাথমিক তদন্তে মিলল তথ্য

আর সেই কারণে প্রথমে সাড়ে ৪ লক্ষ, তারপর ৫০ হাজার এবং শেষে ১৭ লক্ষ টাকা ধাপে ধাপে নেওয়া হয় তাঁর থেকে। আর এই বিষয়ে দলের শীর্ষ নেতা নরেশ গৌতম, প্রেমচন্দ গৌতম, সতপাল কাটারিয়া অবগত বলেও জানান তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর