পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো ১ বাংলাদেশী ও ১ ভারতীয় পাচারকারী - Bangla Hunt

পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো ১ বাংলাদেশী ও ১ ভারতীয় পাচারকারী

By Bangla Hunt Desk - January 08, 2022

মালদা: আবারো বডারে পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো ১ বাংলাদেশী ও ১ ভারতীয় পাচারকারী। বিএসএফ সূত্র জানা যায় শুক্রবার ১৫৯ ব্যাটালিয়ান কেদারিপাড়া বিএসএফের হাতে একজন ভারতীয় ও একজন বাংলাদেশিকে বাংলাদেশের পাচার করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ।

বিএসএফ সূত্রেওই পাচারকারীনাম, পাচারকারী বাংলাদেশের নাম-এমডি আজিজুল বয়স (৩১) তার বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ জেলার কুলাডাঙা গ্রামের। অপর পাচারকারী ভারতীয় নাম-এমডি সিরাজ তার বাড়ি মালদা জেলার হবিবপুর থানার নবপাড়া গ্রামে। তাদের বর্তমানে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয় হয়। অন্য দিকে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানে বিষমপুর বিওপি ভারত বাংলাদেশ সিমান্তে শুক্রবার গভীর রাতে পাচারকারী পাচার গরু পাচার করতে গিয়ে বি এস এফের নজরে আসে বি এস এফ ধাওয়া করে পাচারকারী তা দেখে উল্টো বি এস এফের দিকে গুলি চালালে পাল্টা গুলি চালালে বি এস এফে গুলিতে এক পাচারকারী মৃত্যু হয় শনিবার সকাল থেকে খোঁজ চালালে বিকেলে পাচারকারী দেহ উদ্ধার হয় এখনো ওই পাচারকারী নাম ও ঠিকানা জানাযায়নি বি এস এফের সু্রে জানা গিয়েছে পাচারকারী বাংলাদেশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর