অবশেষে গ্রেফতার হলো দিল্লি হিংসায় পিস্তলধারী যুবক শাহরুখ - Bangla Hunt

অবশেষে গ্রেফতার হলো দিল্লি হিংসায় পিস্তলধারী যুবক শাহরুখ

By Bangla Hunt Desk - March 03, 2020

অবশেষে গ্রেফতার হলো দিল্লি হিংসায় তান্ডব কারি পিস্তলধারী যুবক শাহরুখ পাঠান। উত্তরপ্রদেশের শামলি থেকে গ্রেফতার করা হয় শাহরুখ পাঠানকে। দিল্লি হিংসার পর থেকেই শাহরুখকে খুঁজছিল দিল্লি পুলিশ। দিল্লি হিংসায় পুলিসের দিকে পিস্তল তাক করে পুলিশকে হুমকি দিতে দেখা যায় এই যুবককে। ২৪ ফেব্রুয়ারি হাঙ্গামার এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মিডিয়া ও সংবাদমাধ্যমে মাধ্যমে।
কিন্তু কে এই শাহরুখ?
পুলিস সূত্রে খবর শাহরুখ আদতে পঞ্জাবের বাসিন্দা। কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। এতদিন সে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বাড়ি বদল করে থাকছিল। শেষপর্যন্ত শামলি থেকে তাকে পাকড়াও করে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। এদিকে শাহরুখের বাবা সাবির পাঠানের বিরুদ্ধে জাল নোট পাচার ও ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে। দুবার জেলেও খেটেছে সে

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর