

‘খড়কুটো’র (Khorkuto) গুনগুন, ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) এর উর্মি, ভাগ্যটা মোটামুটি দুজনেরই এক। দুজনের বরের পেছনেই কার্যত ছিনে জোঁকের মতো লেগে রয়েছে সতীন কাঁটা। তবে সতীনের সঙ্গে মোকাবিলা করার পন্থাটা কিন্তু দুজনের ক্ষেত্রেই আলাদা। একদিকে রয়েছে গুনগুন, যে কিনা তিন্নির জ্বালায় অতিষ্ঠ হয়ে কেঁদে ভাসায়। তবে উর্মি ভেঙে পড়ার পাত্রী নয়। সতীনকে দেখলেই সে ব্যাট হাতে তাড়া করে তাকে বাড়িছাড়া করে। দর্শকের পছন্দে কিন্তু উর্মিই সেরা!
দর্শকের যে উর্মির স্টাইলটাই বেশ পছন্দ হয়েছে তা টিআরপি তালিকাতে চোখ রাখলেই বেশ বোঝা যায়। কারণ বিগত ২ সপ্তাহ যাবত ‘এই পথ যদি না শেষ হয়’ এর টিআরপি চড়ছে। তুলনায় ক্রমাগত পিছিয়ে পড়ছে খড়কুটো। আসলে সতীনের জ্বালায় অতিষ্ঠ গুনগুনের কান্নাকাটি ক্রমে অসহ্য ঠেকছে দর্শকের বিচারে। তুলনায় উর্মির ‘রণং দেহি’ ভাবটাই দর্শকের বেশি পছন্দের।

এমনিতে উর্মির সঙ্গে গুনগুনের কিন্তু অনেক মিল। দুজনেই অবুঝ তবে প্রাণোচ্ছল, সরল মনের মানুষ এবং শ্বশুরবাড়ির ভীষণ প্রিয়। আবার দুজনেই ধনী বাবার আদরের দুলালী। পরিস্থিতির চাপে পড়ে দুজনেরই বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারে। সেই নিয়ে এগোচ্ছে গল্প। আবার দুজনেরই জীবনে রয়েছে সতীনের উপস্থিতি। তবে সতীনকে মোকাবিলা করার নিরিখে গুনগুনকে ছাপিয়ে গিয়েছে উর্মি।
কারণ তিন্নির কাছে যেন ক্রমশ হাল ছেড়ে দিচ্ছে গুনগুন। সৌজন্যকে দূরে সরিয়ে দিচ্ছে। মান-অভিমান করে তিন্নির কাছে সৌজন্যকে ঠেলে দিতে চাইছে। আর উর্মি? ঠিক তার উল্টো। টুকাইয়ের ধারেপাশেও যদি সে রিনিকে দেখে, তাহলেই তেলেবেগুনে জ্বলে ওঠে। কখনও ব্যাট হাতে নিয়ে, কখনও আবার ঝাঁটা হাতে নিয়ে তেড়ে গিয়ে তাকে বাড়িছাড়া করে! তাই দর্শকের নজরে উর্মি হলো বেস্ট।
সম্প্রতি এই মর্মে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি মিম। সেখানে এই দুই নায়িকাকেই পাশাপাশি তুলে ধরে তাদের তুলনা করা হচ্ছে। এক জায়গায় দেখা যাচ্ছে সৌজন্যের মুখের উপর দরজা দিয়ে ঘরে বসে কাঁদছে গুনগুন। আর অন্যদিকে ব্যাট হাতে নিয়ে রিনিকে তারা করেছে উর্মি! দর্শকের দাবি, “বরের সাথে অন্য মেয়ে দেখলে গুনগুন নয়, উর্মি হও”! দর্শকরা স্পষ্টত নিজের রায় জানিয়ে লিখছেন, “উর্মি বেস্ট”।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স