"বছর বছর স্বামী বদলানো মহিলা দল বদলাবে এটা তো স্বাভাবিক”, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল শ্রাবন্তীকে - Bangla Hunt

“বছর বছর স্বামী বদলানো মহিলা দল বদলাবে এটা তো স্বাভাবিক”, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল শ্রাবন্তীকে

By Bangla Hunt Desk - November 13, 2021

অনেকদিন ধরেই জল্পনা চলছিল বিজেপি ছাড়তে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি‌ । সেই জল্পনাকেই সত্যি করে অবশেষে বিজেপি ছাড়লেন শ্রাবন্তী ‌। এই প্রসঙ্গে তিনি একটি টুইট করে জানিয়েছেন,” বাংলার জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলায় তাদের কাজ করার মনোভাবের অভাব রয়েছে।” আর এই পোস্ট করার পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছেন শ্রাবন্তী।

আরো পড়ুন- মোদির স্বপ্নের উজ্জ্বলা যোজনায় ব্যাপক দূর্নীতি, কানেকশান পেতে গুনতে হচ্ছে টাকা

শ্রাবন্তী চ্যাটার্জির এই‌ দলত্যাগ ভাল চোখে দেখেনি নেটিজেনরা। দলত্যাগ করা মাত্রই একাধিক ট্রোলিং-এর শিকার হয়েছেন অভিনেত্রী। উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও। কেও কেও বলেছেন, “বছর বছর স্বামী বদলানো মহিলা দল বদলাবে এটা তো স্বাভাবিক”,

আবার কেও মন্তব্য করেছেন, “আপনি যে রাজনৈতিক দলেই যোগ দিননা কেন! আপনি কখনই রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না। রং বদলানো গিরগিটি।” আর এক নেটিজেন কমেন্ট করেছেন, ” বছর বছর স্বামী বদলানো মহিলা যে দল বদলাবে সেটাই স্বাভাবিক।” ফলে সব মিলিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়েই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর