মেমারিতে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরে থাকায় চাঞ্চল্য এলাকায় - Bangla Hunt

মেমারিতে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরে থাকায় চাঞ্চল্য এলাকায়

By Bangla Hunt Desk - October 26, 2021

মেমারি, অতনু ঘোষ এর রিপোর্টঃ মেমারির 6 নম্বর ওয়ার্ডের ইলামপুর রেল গেট সংলগ্ন মাদ্রাসার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির আনুমানিক 35 বছর।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পৌর প্রশাসক স্বপন বিষয়ী ও এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার চিরঞ্জিত ঘোষ। পৌর প্রশাসক মেমারি থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার পুলিশ। মৃতদেহটি গত কয়েকদিন আগের বলে মনে করা হচ্ছে।

মৃতদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকায় মেমারি থানা পুলিশ মৃতদেহকে না তুলে প্রাথমিক তদন্ত করে এবং GRP কে খবর দেয়। মৃতদেহটির ঠিকানা ও পরিচয় কিছুই জানা যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর