এবার নেটের দুনিয়া আলোচনায় কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান! - Bangla Hunt

এবার নেটের দুনিয়া আলোচনায় কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান!

By Bangla Hunt Desk - February 29, 2020

নায়িকা শ্রুতি হাসান প্লাস্টিক সার্জারি করান। তিনি ইনস্টাগ্রামে কিছু ফটো শেয়ার করেন। ওই ফটোতে অনেকে কমেন্ট করে, সার্জারির পরে তাকে ভীষণ রোগা ও রুগ্ন দেখাচ্ছে। মনে হচ্ছে বয়স্ক, প্লাস্টিক সার্জারি করে নিজেকে পাল্টে ফেলেছেন।

myimage

এতে বেজায় রেগে যায় সাউথ ইন্ডিয়ান হিরোইন শ্রুতি হাসান। তার পর তিনি নেটিজেনদের জানায়,”এটা আমার নিজের জীবন, আমার যা ইচ্ছে তাই করবো। নিজের জীবন ও শরীর নিয়ে কি করবো তা কেউ কে বলবো নাকি। নিজের ইচ্ছাতেই শরীর ও মনের পরিবর্তন করবো ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর