করোনা আক্রান্ত মারা যাবা পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন - Bangla Hunt

করোনা আক্রান্ত মারা যাবা পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

By Bangla Hunt Desk - May 30, 2021

পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর লাগোয়া দক্ষিণ দামোদর পোলেম পুর এলাকার! এক পরিবারের বাড়ীর মেন সদস্য যার রোজকারে চলতো সংসার! যার নাম প্রশান্ত মন্ডল! ওই ব্যক্তি কোভিড আক্রান্ত হয়ে মারা যাই গত দিন পনেরো আগে! দিশা হারা হয়ে আছেন ওই পরিবারের লোকজন! পরিবারে আছেন ওই ব্যাক্তির স্ত্রীর মা ও মেয়ে! অবশেষে এই দুস্থ পরিবারের কথা শুনে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমানের হৃদয় থেকে! এই সংকটের দূষসময়ে বাঁচার আসা পেল এই পরিবারের লোকজন! বর্ধমানের হৃদয় থেকে তাদের হাতে চাল ডাল আটা তেল নুন হলুদ মসলা চিনি বিস্কুট সহ অনন্যা খাদ্য সামগ্রী ও অর্থ তুলে দেওয়া হয় তাদের হাতে,এই উদ্যোগে খুশি ওই পরিবারের লোকজন ছিলেন বর্ধমানের হৃদয় থেকে মিঠু কারফা, শারদ ব্যানার্জী ,সাহানা পারভীন ,সন্দীপ মুখার্জী, খোকন ব্যানার্জী ,পল্লব দাস বিপ্লব দাস ও ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবী আজিম উদ্দীন এই রকম সমস্যা বহু জায়গাই থাকলেও এখনও কিছু মানুষ কোভিড আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছেন না, কিন্তু এই পরিস্থিতিতে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন যদি এগিয়ে আসে আরো অন্যান্য স্বেচ্ছাসেবী গঠনের মনবালো বাড়ে এবং গরীব দুঃস্থ মানুষদের অনেকটা উপকৃত হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর