আপ কাউন্সিলারের বাড়িতে পাওয়া গেলো পেট্রোল বোমা, শুরু হলো নতুন বিতর্ক! - Bangla Hunt

আপ কাউন্সিলারের বাড়িতে পাওয়া গেলো পেট্রোল বোমা, শুরু হলো নতুন বিতর্ক!

By Bangla Hunt Desk - February 27, 2020

উত্তর-পূর্ব দিল্লিতে জারি রয়েছে কার্ফু। এরইমধ্যে ভাইরাল নতুন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, আমি পার্টির কাউন্সিলর তাহির হোসেনের বাড়ির ছাদে জড়ো করা হয়েছে পেট্রোল বোমা।তাহিরের বাড়ির ছাদের মধ্যে হাটাহাটি করছেন কয়েকজন লাঠি হাতে উগ্র যুবক। তাহির হাসান কেও তাদের মধ্যে দেখা যাচ্ছে।

আর এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপি। বিজেপির দাবি করছে,”অবিলম্বে তার হোসেনকে গ্রেপ্তার করা উচিত, দিল্লিতে হিংসায় মদত দিচ্ছে আপ নেতা”। যদিও আপ কাউন্সিলর সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে। তাহির হাসান জানায়,দাঙ্গাবাজরা তার বাড়িতে পেট্রলবোমা রেখে দিয়ে গেছে , তিনি এই পেট্রলবোমা রাখেননি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই বাংলা হান্ট করেনি।

এদিকে আজ দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।
পুলিশ ও আধাসামরিক বাহিনী উত্তর-পূর্ব দিল্লিতে টহল দিচ্ছে। হিংসা কমানোর জন্য আরো সক্রিয় হচ্ছে প্রশাসন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর