মিছিলে 'গোলি মারো' স্লোগান, অভিযুক্ত যুব সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল - Bangla Hunt

মিছিলে ‘গোলি মারো’ স্লোগান, অভিযুক্ত যুব সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল

By Bangla Hunt Desk - January 21, 2021

বাংলা হান্ট ডেক্স ; কলকাতায় তৃণমূলের মিছিলে ‘গোলি মারো’ স্লোগানের জেরে বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল কলকাতা অভিযুক্ত দলের যুব নেতা সুভাষ সাউকে৷ কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি তিনি।

সোমবার বিজেপির মিছিল থেকে যে ‘হিংসা’ ছড়িয়েছিল,তার প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলের পালটা বড়সড় শান্তি মিছিলের আয়োজন করে তৃণমূল। তাতে নেতৃত্বে দেন মন্ত্রী অরূপ রায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের সেই ‘শান্তি মিছিল’-এ স্লোগান ওঠে, ‘বাঙ্গালকে গদ্দারোকো, গোলি মারো শালো কো।’ মিছিলের একেবারে শেষের দিক থেকে এই স্লোগান ওঠে। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক এড়িয়ে যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার এই ঘটনার জেরে সরিয়ে দেওয়া হল
কলকাতা অভিযুক্ত দলের যুব নেতা সুভাষ সাউকে৷ কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি তিনি।

যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ওটা বলার ছন্দ পতন। এরকম কোন স্লোগানকে সমর্থন করে না দল। এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করল তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর