

বাংলা হান্ট ডেস্ক; বাগবাজারে ব্রিজের কাছে বস্তিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পুরো বস্তি। আগুনে পরপর সিলিন্ডার বিস্ফোরণ। দমকলের ২৭ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্বামী বিবেকানন্দের ১২২ বছরের প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকা অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কী কারণে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়।

বুধবার সন্ধ্যায় বাগবাজারে ব্রিজের কাছে ১টি বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কমপক্ষে ২৭টি ইঞ্জিন। আতঙ্ক বাড়িয়ে আশপাশের এলাকাতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভাতে গিয়ে তিন জন দমকলকর্মী আহত হয়েছেন। বিধ্বংসী আগুনের জেরে ১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে বাগবাজারে এসে পৌঁছেছেন কলকাতা পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আশ্বাস দিয়েছেন, ‘কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।’

এদিকে, সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। তাঁদের মতে, হাজারেরও বেশি ঝুপড়ি ঘর ছিল এই বস্তিতে। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁদের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন দু’জন। এক— তারক মহারাজ, দুই— বাপি ঘোষ। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বস্তিবাসীদের একাংশ। জানা গিয়েছে, কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বাপি ঘোষ। তাঁর নাম এদিন শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের মুখেও।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, ‘আমাদের পাকা ঘর করতে দেননি তারক মহারাজ। সব ধ্বংস করে দিল। ৩ ঘণ্টা পরে দমকলের ইঞ্জিন এসেছে। এর পিছনে বাপি ঘোষেরও হাত আছে।’ তাঁদের আরও অভিযোগ, ‘তারক মহারাজ আগুল লাগিয়ে দিয়েছে। মঠের মিটার বাক্সে আগুল লাগিয়েছে। এত বড় মঠে কি জলের ট্যাঙ্ক নেই? চাইলেই আগুন নিভিয়ে দিতে পারত।’

এদিকে, এদিন বাগবাজার আসার পথে ফিরহাদ হাকিম বলেন, ‘ওখানে অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা আছেন। কাউন্সিলর বাপি ঘোষও রয়েছেন। কর্পোরেশনের আধিকারিকরাও রয়েছেন। আমরা ৪টি কমিউনিটি হল ঠিক করেছি ক্ষতিগ্রস্ত মানুষদের রাখার জন্য। সেখানে তাঁদের খাওয়াদাওয়া, কম্বলের ব্যবস্থা করেছি। কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করে দেব।’

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স