

বালুরঘাট; গরিব মানুষের প্রকল্পের টাকা লুটেপুটে খাওয়ার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ওই শিক্ষকের গোটা পরিবার একশো দিনের কাজের প্রকল্পের টাকা তুলেছেন বলে অভিযোগ ডান-বাম সকল সংগঠনের। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর পঞ্চায়েতের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

যদিও এমন ঘটনার কথা অস্বীকার করেছেন জলঘর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় মন্ডল। তাঁর দাবি, গত অক্টোবর মাসে ঘটনা জানার পরেই তিনি তাঁর নাম ওই প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য পঞ্চায়েতে আবেদন করেছেন।

তবে সহ-সভাপতির এমন দাবি উড়িয়ে দিয়েছেন খোদ জলঘর পঞ্চায়েতের প্রধান গোপাল মুর্মু। তিনি বলেন, নাম কাটার জন্য সহ-সভাপতি আবেদন করলেও তার পরিবারের সদস্যরা এখনো কাজের টাকা তুলেছেন।

বিরোধীদের অভিযোগ, গরিব মানুষের উপার্জনের জন্য একশো দিনের কাজের প্রকল্প চালু হলেও তার ফল খাচ্ছেন কিছু সুবিধাবাদী মানুষ। ক্ষমতার অপব্যাবহার করে নিজেদের নামে জবকার্ড তৈরি করেছেন অনেকেই। কাজ না করেও টাকা তোলা হয় এমন সব অ্যাকাউন্ট থেকে। এমনি সব ঘটনার একটি জলঘরের সহ-সভাপতি ও তার পরিবারের নামে জবকার্ড তৈরি। সহ-সভাপতি মলয় মন্ডল, তার বাবা নিতাই চন্দ্র মন্ডল, মা মুক্তি মন্ডল এবং ভাই মৃণাল মন্ডলের নামে রয়েছে সরকারি জবকার্ড। যা দেখিয়ে এবং কাজ করে বছরের পর বছর সরকারি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

বিষয়টি নিয়ে আরএসপির যুব সম্পাদক সরোজ কুন্ডু জানান, তৃণমূল দলটাই কারচুপি আর কাটমানির দল। যারা ক্ষমতার অপব্যাবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সরোজবাবু।

বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা এই ভাবেই তুলে নিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর প্রশাসন মূক ও বধিরের ভূমিকা পালন করছে। বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত প্রশাসন কোন কথা শুনবে না।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স