'অমিত শাহ আমার বড়দাদার মতো, করোনার সময় অমিত শাহ আমার খোঁজ নিয়েছেন,' শুভেন্দু - Bangla Hunt

‘অমিত শাহ আমার বড়দাদার মতো, করোনার সময় অমিত শাহ আমার খোঁজ নিয়েছেন,’ শুভেন্দু

By Bangla Hunt Desk - December 19, 2020

‘অমিত শাহ আমার বড় দাদা ৷ অমিতজির সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক ৷ মুকুল রায় বলেছিল আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস না। যাদের জন্য এত করেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, তারা কেউ খোঁজ নেননি। কিন্তু করোনা হয়েছিল যখন তখন অমিত শাহ আমার খোঁজ নিয়েছেন।’

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর