'দুয়ারের সরকারের' পাল্টা, বিজেপি যুব মোর্চার 'আর নয় বেকারত্ব' কর্মসূচির শুভ সুচনা হল বালুরঘাটে - Bangla Hunt

‘দুয়ারের সরকারের’ পাল্টা, বিজেপি যুব মোর্চার ‘আর নয় বেকারত্ব’ কর্মসূচির শুভ সুচনা হল বালুরঘাটে

By Bangla Hunt Desk - December 13, 2020

বালুরঘাট ; ২১শে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে রাজ্য দখল করার লক্ষ্যে ততই বিজেপি তৃনমুলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার চেষ্টা চালাচ্ছে। শাসক দলের ” দুয়ারে সরকার ” কর্মসুচীর পালটা বিজেপি ” আর নয় অন্যায় ” কর্মসুচীর মধ্যমে ঘরে ঘরে প্রচার চালিয়ে যেমন তৃনমুলকে দমিয়ে রাখার প্রয়াস চালাচ্ছে। এবং শাসক দলের সাড়ে নয় বছরের সাফল্যের কার্ডকে ভোতা করতেই বাংলার যুবকদের বেকারত্বকে হাতিয়ার করে যুবকদের মন জয় করতে নতুন অস্ত্র” আর নয় বেকারত্ব ” কর্মসুচী নিয়ে এবার ঘরে ঘরে পৌছে যাওয়ার কর্মসুচী গ্রহন করেছে। বিজেপি যুব মোর্চার তরফে এই কর্মসুচীর পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতী ভাই বোনদের বেকারত্ব ঘুচানোর জন্য চাকরির প্রতিশ্রুতি কার্ড ও তারা বেকার ভাই বোনদের ঘরে ঘরে গিয়ে পৌছে দিতে স্বচেষ্ট হয়েছে। যা আগামী ২০২১ এর বিধানসভা ভোটে রাজ্যের শাসক দলকে যথেষ্টই বেগ দেবে।

সেদিকে লক্ষ্য রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতে রবিবার বিকেলে বালুরঘাট শহরের জেলা বিজেপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যমে বিজেপির যুব মোর্চার তরফে “” আর নয় বেকারত্ব ” কর্মসুচীর শুভ সুচনা করা হয়। এই কর্মসুচী শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত, জেলা বিজেপির নেতা নিলাঞ্জন রায় সহ অনান্য জেলা যুব মোর্চার নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বাংলার বেকার যুবক যুবতীদের পাশাপাশি জেলার বেকার যুবক যুবতীদের বেকারত্ব ঘোচানোর জন্য “” চাকরির প্রতিশ্রুতি কার্ড “” দেওয়ার কর্মসুচীও গ্রহন করা হয় জেলা যুব মোর্চার তরফে এই কথা জানান জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত। তিনি এও জানান এবার রাজ্যে সোনার বাংলা গড়ার সময় এসেছে। রাজ্যে বহুবার বিজনেস সামিট হলেও তাতে ফল কিছু হয়নি। বেকাররা বেকারই থেকে গেছে। ভোটের পর ক্ষমতা পরিবর্তনের পর যাতে রাজ্যে সুশাসনের মধ্যমে সোনার বাংলা গড়ার মধ্যদিয়ে কর্মসংস্থানের দ্বারা বেকারত্ব ঘোচানোর লক্ষ্যেই রাজ্য যুব মোর্চার তরফে এই ” আর নয় বেকারত্ব” কর্মসুচীর সুচনা করা হয়েছে। পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি কার্ড ও বেকারদের হাতে হাতে দেবার কর্মসুচী তার দল নিয়েছে। সেই কর্মসুচী জেলায় রুপায়নের লক্ষে যুব মোর্চার তরফে জেলার দেড়লক্ষ বেকার যুবক যুবতীর ঘরে ঘরে গিয়ে তাদের হাতে এই কর্মসুচী সম্বন্ধে ঈয়াকিবহাল ও চাকরির প্রতিশ্রুতির কার্ড তুলে দেওয়া হবে বলে জেলা যুব মোর্চার সভাপতি জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর