এবার নতুন লুকে ঠাকুরপো-দের বুকে ঝড় তুললেন ঝুমা বৌদি - Bangla Hunt

এবার নতুন লুকে ঠাকুরপো-দের বুকে ঝড় তুললেন ঝুমা বৌদি

By Bangla Hunt Desk - February 26, 2020

নতুন লুকে ঠাকুরপোদের ঘায়েল করলেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। কালো চিকন ব্লাউজ আর গায়ে হালকা পাতলা শাড়ির এই ছবি দেখে নেটজিনিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ঝুমা বৌদি।
বাংলা দর্শকদের কাছে ঝুমা বৌদি এক খুব পরিচিত নাম। মোনালিসা একসময় বাংলা দর্শকদের ঘায়েল করেছে ঝুমা বৌদি সেজে। এমনিতেই তার ফ্যানেদের নজর কাড়তে মোনালিসার খুব একটা বেগ পেতে হয় না। তার ওপর শাড়িতে তার এই নতুন লুক ঠাকুরপোদের বুকে যেন ঝড় তুলেছে এই লাস্যময়। আবার কবে বাংলা দর্শকদের কাছে নতুন রূপে তিনি ধরা দেবেন এখন সেই অপেক্ষাই রইল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর