রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের পাশে শুভেন্দুর ফ্লেক্স, লেখা মেদিনীপুরের ভূমিপুত্র - Bangla Hunt

রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের পাশে শুভেন্দুর ফ্লেক্স, লেখা মেদিনীপুরের ভূমিপুত্র

By Bangla Hunt Desk - December 07, 2020

আজ, সোমবার মেদিনীপুরের কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে জনসভা ছিল। মুখ্যম‌ন্ত্রী মেদিনীপুরে আসবেন বলে চারদিক সাজিয়ে তোলা হয়েছে তৃণমূলের পতাকায়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সও। যে ফ্লেক্সে রয়েছে বাংলার উন্নয়নের কান্ডারী মাননীয়া মমমতা বন্দ্যোপাধ্যায়কে সু-স্বাগতম। ঠিক তার পাশেই দেখা গেল, শুভেন্দু অধিকারীর ফ্লেক্স। তাতে লেখা, মেদিনীপুরের ভূমিপুত্র, শ্রী শুভেন্দু অধিকারী। কাল রাত মেদিনীপুর শহরে যখন মুখ্যমন্ত্রী তখনই মেদিনীপুর শহরের মু্খ্যমন্ত্রীর ফ্লেক্সের পাশেই এমন ফ্লেক্স দেখে জল্পনা বাড়ছে। অস্বস্তি বাড়ছে তৃণমূলেও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে ওই ধরণের কোনও ফ্লেক্স ছিল না। রাতের অন্ধকারে কেউ বা কারা এই ধরনের ফ্লেক্স লাগিয়েছে। তৃণমূলের অভিযোগ, প্রচারের আলোয় আসার জন্যই এই ধরনের কাজ করা হয়েছে রাতের অন্ধকারে। বেছে বেছে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের পাশেই আবার ওই ফ্লেক্স লাগানো হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর