

বালুরঘাট ১৩ সেপ্ট; করোনা ভাইরাস এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আপ্রান আম জনতার পাশে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ।
গত কয়েকদিন আগেই খবর পেয়ে এক অসহায় গরিব করোনা আক্রান্তের পাশে দৈনন্দিন খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছিল তারা। করোনা আক্রান্ত পরিবারের দুর্দশার চিত্র কি হতে পারে সেদিন তারা ওই পরিবারের লোকজনের অবসাদে মিইয়ে যাওয়া মুখ গুলো দেখে হাড়ে হাড়ে টের পেয়ে নিজেরাই সেদিন জানিয়ে দিয়েছিলেন পতিরাম ও তার আশপাশ এলাকায় করোনা আক্রান্তদের পাশে এরকম ভাবে গিয়ে দাঁড়াবে তাদের ক্ষুদ্র সামর্থ নিয়ে। সেদিনের সেই অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির কথা যে তারা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি। আজও তারা তা প্রমান করল।সব চেয়ে বড় কথা তাদের এই অক্লান্ত ভাবে এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের নিয়োজিত রাখার ব্যাপারটি অন্যদের অনুপ্রানিত করেছে।যার ফলে আজ তাদের সাথে এলাকার রাধেশ্যাম ক্রিয়েশন টিম নামে একটি সংস্থ্যার ছেলে মেয়েরাও হাতে হাত মিলিয়ে করোনা আক্রান্ত রোগীর পাশে দাড়াতে এগিয়ে এসেছে। তাদের এই যৌথ উদ্যোগে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ ও রাধ্যেশ্যাম ক্রিয়েশন টিম আজ আবার পতিরামের এক দুঃস্থ করোনা আক্রান্তের পরিবারের পাশে দাঁড়ালো।
প্রায় ১৫ দিনের জন্য নিত্যদিনের খাদ্য সামগ্রী চাল-15 কেজি,আলু-4 কেজি, তেল 1কেজি, লেবু 6 পিস, মশুর ডাল-1কেজি, সয়াবিন-1 কেজি, ডিম-20টা মৌসুমি-2কেজি
সামগ্রী ওই করোনা আক্রান্তের বাড়িতে নিয়ে গিয়ে গরিব অসহায় পরিবারের হাতে তুলে দিল।
মানবজাতির সঙ্গে করোনা নামক একটি ভাইরাসের এই লড়াই আমাদের সবার জীবন এই ছয় সাত মাসে বিরাটভাবে পাল্টে দিয়েছে ।পাশাপাশি শুধু দেশ নয়, রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধি নিয়ে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ সেই লকডাউন শুরুর থেকে যেমন পতিরাম ও তার আশপাশ এলাকা জুড়ে তাদের করোনা সক্রান্ত সামাজিক কর্মসুচী বহাল রেখেছে আজও তা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। আর তাদের এই কর্মকান্ডের প্রতি আকৃষ্ট হয়েই যে রাধ্যেশ্যাম ক্রিয়েশন টিমের শ্যাম রায়,প্রিয়া রায়,মানস,রাজু রা যেমন আজ এগিয়ে এসেছে। আগামীতে যে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের এই সামাজিক কাজে আরও অন্যরাও এগিয়ে এসে হাতে হাতে মিলিয়ে কাজ করবার জন্য উদ্যোগী হবে না তা কে বলতে পারে। ভাল কাজের পাশে মানুষ সব সময় আছে। তাই তো পতিরাম জুড়ে আজ সাধারন মানুষের মুখে শুধু একটাই নাম পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স