মেচেদায় ট্রেনের মধ্যে ব্যাগ খুলতেই মিলল মৃতদেহ - Bangla Hunt

মেচেদায় ট্রেনের মধ্যে ব্যাগ খুলতেই মিলল মৃতদেহ

By Bangla Hunt Desk - February 26, 2020

পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্যাগের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের বয়স ৩৫ বছর বলে অনুমান করা যাচ্ছে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ মেচেদায় পৌঁছায় ৩৮৩১৩ হাওড়া – মেচদা লোকাল। তার কিছুক্ষণ পরে ট্রেনটি কারসেট চলে যায়। তারপর রাত ১০টা নাগাদ সাফাই কর্মীরা যখন ট্রেনটি পরিষ্কার করতে আসেন তখন তারা দেখেন এক লাল রং এর ব্যাগ পড়ে আছে। আর সেটিকে খুলতেই তাতে মিলে এক যুবকের মৃতদেহ। মৃতদেহটি হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে তারা আরপিএফ ও জি আর পি কে খবর দেয়। তবে এখনো পর্যন্ত মৃত যুবকটির নাম পরিচয় পাওয়া যায়নি। যুবকটিকে নিয়ে জিআরপি ময়নাতদন্তে পাঠায় তমলুক জেলা হাসপাতালে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর