সুরা প্রেমীদের জন্য সুখবর, মদের দাম কমানোর সিদ্ধান্ত সরকারের - Bangla Hunt

সুরা প্রেমীদের জন্য সুখবর, মদের দাম কমানোর সিদ্ধান্ত সরকারের

By Bangla Hunt Desk - August 22, 2020

সুরা প্রেমীদের জন্য সুখবর, এবার মদের দাম কমানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। রাজ্যে লকডাউনের মধ্যে এক ধাক্কায় মদের দাম 30% বাড়িয়েছিল রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে মদের দোকান দুমাস বন্ধ থাকায়, পরে রাজ্য সরকার যখন মদের দোকান পুনরায় চালু করে তখন মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মদ কিনতে মদের দোকান গুলোতে ঢল নেমে যায়। এই পরিস্থিতিতে মদ বিক্রি করে রেকর্ড রাজস্ব আদায় করেছিল রাজ্য সরকার।

আরো পড়ুন- মাদক কারবারীদের থেকে ১০০ কেজি গাঁজা ছিনিয়ে আগুন জনতার, ধুন্ধুমার দেগঙ্গায়

কিন্তু করোনা পরিস্থিতিতে পকেট প্রায় ফাঁকা। তাই দাম বাড়ার কারণে সুরা প্রেমীদের উৎসাহে ভাটা পড়তে শুরু করে। তার ওপর আবার 30% অতিরিক্ত মূল্য দিয়ে মদ কেনার সামর্থ্য অনেকেরই নেই। ফলে ধীরে ধীরে ভাটা পড়তে থাকে মদের বিক্রিতে। ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে মদ কিনতে গিয়ে এখন থেকে 30% অতিরিক্ত মূল্য দিতে হবে না। লকডাউন এর আগে যে দামে কিনতেন সেই দামেই কিনতে পারবে সুরা প্রেমীরা।

নবান্ন সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের দিকেই মদ কিনতে অতিরিক্ত মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে রাজ্য সরকার। শুধু তাই নয় সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যের রেস্তোরাঁগুলি মিলবে মদ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর