মাদক কারবারীদের থেকে ১০০ কেজি গাঁজা ছিনিয়ে আগুন জনতার, ধুন্ধুমার দেগঙ্গায় - Bangla Hunt

মাদক কারবারীদের থেকে ১০০ কেজি গাঁজা ছিনিয়ে আগুন জনতার, ধুন্ধুমার দেগঙ্গায়

By Bangla Hunt Desk - August 22, 2020

গাঁজা নিয়ে ধুন্ধুমার উত্তর ২৪ পরগনা দেগঙ্গায়। মাদক কারবারীদের থেকে ১০০ কেজি গাঁজা ছিনিয়ে নিয়ে আগুন লাগিয়ে দিল জনতা। আর রাস্তার ধারে সেই গাঁজা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনায় গ্রেফতার এক ব্যবসায়ী।

বেশ কিছুদিন ধরেই দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে চলছে অবৈধ গাঁজার ব্যবসা। আরে এর জেরে এলাকায় এলাকায় বাড়ছিল মাদক আসক্ত ও সমাজবিরোধীদের দৌরাত্ম্য। স্থানীয় মানুষ বহুবার বিক্ষোভ দেখিয়ে, থানায় অভিযোগ দায়ের করেও কোন লাভ হয়নি। শেষমেষ মাদক কারবারীদের থেকে ১০০ কেজি গাঁজা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দিল জনতা।

আরো পড়ুন- সুরা প্রেমীদের জন্য সুখবর, মদের দাম কমানোর সিদ্ধান্ত সরকারের

জানা গিয়েছে, শনিবার বেলা ১১টা নাগাদ দুই গাঁজা ব্যবসায়ী মাথায় গাঁজার বস্তা নিয়ে এলাকায় ঢুকছিল, সেসময় তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বিপদ বুঝে একজন মাথায় ওই বস্তা নিয়েই পালিয়ে যায়। আর অন্য জনকে গাঁজার বস্তা সমেত ধরে ফেলেদেন স্থানীয়রা। রাস্তায় পড়ে যায় প্রায় ১০০ কেজি গাঁজা। আর তাতেই আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরমধ্যে ওই আগুনের মাঝে যদি কিছু গাঁজা পাওয়া যায় তা কুড়োতে হুড়োহুড়ি শুরু করে দেন স্থানীয়রা। এর জেরে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে টাকি রোডর যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রতন বিশ্বাস নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর