জালিয়াতি শেষ নেই। এখন শুরু হয়েছে অনলাইনে জালিয়াতি। এতদিন প্রতারকরা ব্যাংকের ম্যানেজার সেজে গ্রাহকদের ফোন করতো, এটিএম কার্ড ব্লক হয়ে যাবে, এই এটিএম কার্ড রিনিউ করার নাম করে গ্রাহকদের কাছ থেকে এটিএম কার্ডের সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংকের টাকা হাপিস করে দিত। এইভাবে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়া। এই ডিজিটাল ইন্ডিয়ায় সরকার এখন ডিজিটাল পেমেন্ট এর উপর জোর দিয়েছে।
সাধারণ মানুষও তাই ডিজিটাল পেমেন্ট করছেন। কিন্তু এবার থেকে পেটিএম গ্রাহক রা সাবধান হোন, কারণ আপনার মোবাইল নাম্বারটি যদি পেটিএম অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে তাহলে নিমিষেই উধাও হয়ে যেতে পারে আপনার পেটিএম ওয়ালেটে ও ব্যাংকে রাখা সমস্ত সমস্ত টাকা।
এবার আসুন জেনে নিই কীভাবে প্রতারক বা হ্যাকাররা পেটিএম গ্রাহকদের টাকা পেটিএম ওয়ালেট ও ব্যাংক থেকে উধাও করে দিচ্ছে।
যদি আপনি পেটিএম গ্রাহক হন আর আপনার পেটিএম অ্যাকাউন্টটি যদি পেটিএম ওয়ালেট অথবা ব্যাংকের সঙ্গে লিংক করা থাকে তাহলে প্রতারকরা সহজেই আপনাকে বোকা বানিয়ে paytm ওয়ালেট ও ব্যাংকে রাখা সব টাকা ফাঁকা করে দেবে। সর্বস্বান্ত হওয়া ছাড়া তখন আপনার আর আপনার কিছুই করার থাকবেনা। মানুষ সাধারণত পেটিএম অ্যাকাউন্টটি ব্যাংকের সঙ্গে লিংক করে রাখেন অনলাইনে পেমেন্ট করার জন্য, পেমেন্ট বিভিন্ন রকমের হতে পারে, যেমন ইলেকট্রিক বিল পেমেন্ট, মোবাইলের বিল রিচার্জ, অনলাইন শপিং আরো অনেক কাজে। এখন প্রতারকরা কি করে আপনার পেটিএম থেকে পেটিএম ওয়ালেট ও ব্যাংকে রাখা সমস্ত টাকা উধাও করে যাবে নেবে আসুন তা জেনেনি। প্রথমে আপনাকে একটি মেসেজ পাঠাবে আর তাতে লেখা থাকবে “Dear Paytm Customer your KYC had been Suspende. Paytm Office ph 987558133 Call immediatel. Your account will blocked within 24 hours. Thank you Paytm team.”
অর্থাৎ প্রিয় পেটিএম গ্রাহক আপনার কেওয়াইসি বাতিল হয়েছে, পেটিএম অফিসার কে তাড়াতাড়ি এই ৯৮৭৫৫৫৮১৩৩ ফোন করুন। নয়তো ২৪ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এবার বলে রাখা ভালো এই যে মেসেজটি দেখছেন এটা পুরোটাই জাল বা ফ্রড। এবার এই মেসেজটি পাওয়ার পর আপনার তো মাথায় হাত, কারণ আপনার সমস্ত ট্রানজেকশন বন্ধ হয়ে যাবে। এবার এই ব্যাপারটি জানার জন্য আপনি এসএমএসে দেওয়া সেই নাম্বারটিতে ফোন করলেন কিন্তু ফোনটি নট রিচেবল। এরপর আপনি আর পেটিএম এ ফোন করলেন না, আপনি আপনার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। এবার পরের দিন হঠাৎ অন্য নাম্বার ৯৭৪৯০৫৮২৯০ থেকে আপনার কাছে ফোন এলো এবং আপনাকে বলল স্যার আমি পেটিএম থেকে বলছি আপনার পেটিএম এর KYC করাতে হবে নয়তো পেটিএম অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এবার আপনি তখন নিশ্চিত হয়ে বললেন হ্যাঁ তবে দাদা কি করতে হবে? তখন সেই প্রতারক আপনাকে বলল আপনি আপনার পাসওয়ার্ড আর পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না, আপনাকে শুধু একটি QS অ্যাপ ডাউনলোড করতে হবে। (বলে রাখা ভালো Qs app টি হল একটি team Viewer app)।
এবার এই QS App টি ডাউনলোড করলে একটি কোড নাম্বাবার জেনারেট হবে, আর এই কোডটি তখন ওঁরা আপনাকে দিতে বলবে। এবার এই কোড নাম্বার আপনি ওই হ্যাকার বা প্রতারককে দিলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি হ্যাক হয়ে যাবে। আপনার মোবাইল স্ক্রিন টি হ্যাকারের কম্পিউটার বা ল্যাপটপে ভেসে উঠবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার মোবাইলটি হ্যাক হয়ে গেছে, এখন আপনি মোবাইলে যা যা করবেন সেগুলোই ঐ হ্যাকারের কম্পিউটারে ভেসে উঠবে। এবার আপনাকে সেই প্রতারক বলবে পেটিএম থেকে লগ আউট হয়ে যেতে, এবং আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে পেটিএম এ লগ-ইন হতে। আর আপনিও ঠিক ঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন হলেই প্রতারক সেই পাসওয়ার্ডটি দেখে ফেলবে তাদের কম্পিউটার স্কিনে। আর আপনার পেটিএম এর সুরক্ষিত পাসওয়ার্ড টি চলে যাবে সেই প্রতারক বা হ্যাকারের কাছে। তারপর তারা আপনাকে বলবে KYC এর জন্য পেটিএম এর ওয়ালেট অথবা ব্যাংক অপশনে গিয়ে ট্রানজেকশন পিন এন্টার করুন। আর আপনি যখনই তা করবেন তখনই আপনার ট্রানজেকশন পিন দেখে নিয়ে আপনার পেটিএম ওয়ালেট ও ব্যাংকে রাখা সমস্তত টাকা হাতিয়ে নেবে সেই প্রতারক বা হ্যাকাররা। আপনাকে সর্বস্বান্ত করে দেবে। আপনার আর কিছুই করার থাকবে না।
QS App বা team Views কি
QS app বা team views হল এমন একটি অ্যাপ যার মাধ্যমে এই অ্যাপটির কোড যদি আপনি অন্য কাউকে শেয়ার করেন তখনই আপনার মোবাইলের স্কিন অন্যের কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট হয়ে যাবে। তখন আপনি আপনার মোবাইলে যা যা করবেন সবই সেই অন্য কম্পিউটারে দেখা যাবে।
এইভাবে ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল ট্রানজেকশন এর মাধ্যমে আজকাল অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, ও সর্বস্বান্ত হচ্ছেন। আমাদের একটি কথা সব সময় মনে রাখতে হবে যে “পেটিএম কোন গ্রাহক কে ফোন করে না।” আপনার পেটিএম-এ যদি KYC করা না থাকে, তাহলে কিভাবে KYC করতে হবে আপনি তা পেটিএম এর কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারেন। কাউকে আপনার পেটিএম এর সুরক্ষিত পাসওয়ার্ড ও পিন নাম্বার শেয়ার করবেন না। আর পেটিএম থেকে কেউ যদি আপনাকে KYC বা অন্য কোন কারণে ফোন করে তাহলে জানবেন সে প্রতারক।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!