CESC-র মাধ্যমে টাকা তুলছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অনুপম হাজরার - Bangla Hunt

CESC-র মাধ্যমে টাকা তুলছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অনুপম হাজরার

By Bangla Hunt Desk - July 18, 2020

বেশ কয়েক মাস ধরে সিএসসি (CESC) এর লাগামছাড়া বিদ্যুৎ বিলে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। গত জুন জুলাই মাস থেকে বিদ্যুৎ বিল দুই থেকে তিনগুণ বেশি এসেছে বলে দাবি কলকাতাবাসীর। কিন্তু এবার CESC-র এই লাগামছাড়া বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি শীর্ষ নেতা অনুপম হাজরা। তিনি তার ফেসবুক পেজের লিখেছেন CESC-র বিদ্যুৎ বিলের একটা পার্সেন্টিস তৃণমূলের পকেটে যাচ্ছে।

শনিবার তিনি তার ফেসবুক পেজে লিখেছেন ” বিধানসভা ভোটের ঠিক আগে এখন যেহেতু কাটমানি তোলাবাজি সব বন্ধ করে, আমফানে ত্রানের নয়ছয় করা টাকা জনগণকে ফিরিয়ে দিতে তৃণমূল আবার নতুন করে সততার প্রতীক সাজার একটা নাটক চালাচ্ছে, তাই এক্সট্রা ইনকাম বন্ধ। তাই এটা হতেই পারে যে মুখ্যমন্ত্রী আঁকা বিশ্বমানের ছবি কোটি টাকায় কিনে মুখ্যমন্ত্রী অতি ঘনিষ্ঠ হওয়া সিএসসি কর্ণধারের মাধ্যমে অর্থাৎ সিএসসির অস্বাভাবিক বিদ্যুৎ বিলের একটা পার্সেন্টেজ তৃণমূলের ঘরেই যাচ্ছে! তাই সিএসসির অস্বাভাবিক বিদ্যুৎ বিল তৃণমূলের ইনকামের একটা অভিনব পন্থা হতেই পারে”।

আর তার এই পোষ্টের পরেই হৈচৈ পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করেন অনুপম হাজরার কথায় যুক্তি আছে। হতেই পারে এই লকডাউনের বাজারে তৃণমূলের কোষাগার সিএসসির মাধ্যমেই ভরছে।

যদিও শাসকদল ঘনিষ্ঠদের দাবি বিজেপি নেতা অনুপম হাজরা তৃণমূলের নামে অপপ্রচার করছেন। অপপ্রচার করাই তার কাজ। এই সব করে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। বিজেপির কাজই হলো তৃণমূলের নামে অপপ্রচার করা। এখন অন্য কোন পন্থা পাচ্ছে না তাই তারা সিএসসি কে তৃণমূলের সঙ্গে জড়াচ্ছে। যদিও শাসক দলের কোন নেতার তরফে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর