রাজীব কি এবার বিজেপির পথে! জেলা সভাপতি অরূপের পাল্টায় জল্পনা বাড়ল - Bangla Hunt

রাজীব কি এবার বিজেপির পথে! জেলা সভাপতি অরূপের পাল্টায় জল্পনা বাড়ল

By Bangla Hunt Desk - July 12, 2020

উত্তাল রাজ্য রাজনীতি। এবার শুদ্ধিকরণ করতে গিয়ে ঘোর সংঙ্কটে পড়ল তৃণমূল। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে হাওড়ার দুই মন্ত্রীর অন্তর্দ্বন্দ্বে জেরবার তৃণমূল। এই অবস্থায় অরূপ রায়ের বার্তা রাজীবের সঙ্গে তৃণমূলের দূরত্ব নিয়ে জল্পনা বাড়িয়েছে। তাতে বিজেপির বিস্তারের পথ অতি সুগম হয়ে উঠেছে।

রাজীব বলেছিলেন যারা দক্ষতার সঙ্গে কাজ করতে চান তারা সুযোগ পান না। দলে যোগ্যতা ও দক্ষতার মাপকাঠি দিয়ে বিচার করা উচিত। তিনি আরো বলেন আমার ভেতরে অনেক দুঃখ, বেদনা ও আক্ষেপ চাপা আছে। আমি মানুষের ভালোর জন্য কাজ করতে চাই, কিন্তু আমাকে তা করতে দেওয়া হয়নি।

রাজীব বলেন দলে দুর্নীতি সার্বিকভাবে দূর করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি রক্ষা করতে গেলে সার্বিকভাবে দুর্নীতি দমন করা জরুরি। কয়েকজন চুনোপুঁটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোন লাভ নেই। প্রচুর রাঘববোয়াল, রুই-কাতলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবেই দল দুর্নীতিমুক্ত হবে

এদিন সমবায় মন্ত্রী তথা জেলা সভাপতি অরূপ রায় রাজীবকে পাল্টা দিয়ে বলেন “বিজেপির ভাষায় যদি দলের নেতারা কথা বলে, তাহলে ঠিক কি বোঝায়! তা বুঝে না খুব সহজ। যারা দলের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে দলকে হারিয়ে দেয়, তাদের মুখে এসব মানায় না”। আর এর পরেই জল্পনার পারদ চড়তে শুরু করে।

রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যেভাবে দলের দুর্নীতির কথা বলছেন, তারপর দলে নিজের কাজ করতে না পারার আক্ষেপ করছেন তা নিয়ে জল্পনা বেড়েছে। তার উপর অরূপ রায় রাজীবকে বিজেপির ভাষায় কথা বলবার অভিযোগ এনেছেন, আর তাতে জল্পনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর