সুশান্তের মৃত্যুর কারণ জানতে সালমান খানের প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ মুম্বাই পুলিশের - Bangla Hunt

সুশান্তের মৃত্যুর কারণ জানতে সালমান খানের প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ মুম্বাই পুলিশের

By Bangla Hunt Desk - July 11, 2020

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর অনেকেই অভিযোগের আঙুল তুলেছিল বলিউডের বিখ্যাত পরিচালকদের উপর। শুধু পরিচালকই নয় বিখ্যাত অভিনেতা, অভিনেত্রীদের দিকেও আঙুল তুলেছে অনেকে। তারমধ্যে অন্যতম অভিনেতা হল সালমান খান। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পেছনে কারন সালমান খান, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় উঠেছে। এবার সূত্রের খবর সিবিআই সালমান খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেঠিকে জিজ্ঞাসাবাদ করবে। সিবিআই এর ধারণা তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া যাবে।

আগামী ২০ জুলাই শুক্রবার সিবিআই তাকে জেরা করবে এবং তার বয়ান রেকর্ড হবে বলে জানা গেছে। রেশমা জানিয়েছেন “সুশান্তের সঙ্গে তার মাত্র দুবার সাক্ষাৎ হয়েছিল। তাই সুশান্ত কেন হতাশায় ভুগছিল এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। সিবিআই শুধুই তাকে জেরা করবে”।

এদিকে সূত্রের খবর সালমান খানের ম্যানেজার হওয়ার জন্য আলিয়া ভাট ও অক্ষয় কুমারের সঙ্গে তার যোগাযোগ ছিল। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সহ মোট ৩৪ জনের রেকর্ড করেছে। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ দিন আগেই তার ম্যানেজার ও সুইসাইড করেছিল। তাই সেই মৃত্যুর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কোনো যোগ রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর