চিনকে ভাতে মারতে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার! চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল কেন্দ্র - Bangla Hunt

চিনকে ভাতে মারতে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার! চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল কেন্দ্র

By Bangla Hunt Desk - June 18, 2020

এবার চিনকে ভাতে মারাতে বড় সিদ্ধান নিল মোদি সরকার। ভারত চিন সংঘাতের আবহে চিনের সাথে একের পর এক চুক্তি বাতিল করছে মোদি সরকার। প্রথমে BSAL এবং MTNL কে চিনের সাথে সমস্ত চুক্তি বাতিল করার নির্দেশ দেয় সরকার। তারপর চিনা সংস্থার সঙ্গে ৪১৭ কোটি টাকার চুক্তি বাতিল করে দিল ভারতীয় রেল। ভারত-চিন সংঘাতের আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

কেন্দ্রের মোদি সরকার ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল স্পষ্ট নির্দেশ দিয়েছে ৪জি আপগ্রেডেশন এর জন্য কোন চিনা ইলেকট্রিক্যাল দ্রব্য ব্যবহার করা যাবে না। ভারতের নিরাপত্তা ও তথ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে রিলায়েন্স জিও জানিয়েছিল তারা কোনো ভাবে কোন চিনা নেটওয়ার্ক ব্যবহার না করেই ৫-জি আপগ্রেডেশন করবে।

অন্যদিকে ২০১৬ সালে কানপুর দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ৪১৭ কিমি দীর্ঘ ফ্রেট করিডোর সিগনালং ও টেলিকম এর বরাত পায় চিনা সংস্থা ‘চায়না রেলওয়ে সিগন্যাল এন্ড কমিউনিকেশন’। আজ সেই চুক্তিও বাতিল করল রেল। যা অবশ্যই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর