কানের ভেতর মাকড়সা! দেখুন সেই হাড়হিম করা ভিডিও - Bangla Hunt

কানের ভেতর মাকড়সা! দেখুন সেই হাড়হিম করা ভিডিও

By Bangla Hunt Desk - April 30, 2020

কানের ভেতরে আস্ত একটি মাকড়সার বাসা এবং তাতে থেকে বেরিয়ে আসছে একটি মাকড়সা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি।

চীনের সিচুয়াং প্রদেশের এক মহিলার কানে মাকড়সা বাসা বাঁধে। কিন্তু সেই মহিলা প্রথমে বুঝতেই পারেনি তার কানে কোন সমস্যা রয়েছে। কিছুদিন পর তার কানে শ্রবণ শক্তি কমে যায় এবং তার কানে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তখন তিনি ডাক্তারের কাছে যান। আর ডাক্তার বাবু তখন তার কান দেখেই চক্ষুচড়ক। কানের মধ্যে রয়েছে আস্ত একটি মাকড়সার বাসা এবং তা থেকে বেরিয়ে আসে একটি মাকড়সা। হার হিম করা এই দৃশ্য দেখা গেল চীনের ইউনান প্রদেশ।

দেখুন সেই ভিডিও..

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর