ভুলবশত করোনা রোগীকে বাড়ি পাঠালো বাঙুর! পরে ভুল ভাঙতেই ফের নিয়ে যেতেই মৃত্যু - Bangla Hunt

ভুলবশত করোনা রোগীকে বাড়ি পাঠালো বাঙুর! পরে ভুল ভাঙতেই ফের নিয়ে যেতেই মৃত্যু

By Bangla Hunt Desk - April 28, 2020

করোনা রোগীকে নেগেটিভ বলে ছেড়ে দিল সরকারি হাসপাতাল। কিন্তু ভুল ভাঙলো তার ২৪ ঘন্টা পরে। তড়িঘড়ি আবার স্বাস্থ্য দপ্তর থেকে সেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করার পরেই সেই রোগীর মৃত্যু হল। তার মধ্যেই সংক্রমণ নিয়ে পরিবারের সঙ্গে কাটিয়ে গেলেন সারাদিন। এই ঘটনাটি ঘটেছে আমহাস্ট থানা এলাকায়।

করোনায় মৃত্যু হল এক বৃদ্ধোর। পরিবার সূত্রে খবর গত ১৮ই এপ্রিল থেকে অসুস্থতা বোধ শুরু করেন তিনি। সর্দি কাশি জ্বর এর মতো উপসর্গ দেখা দেয়। তারপরে ২২ শে এপ্রিল প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। এম আর বাঙুরে ভর্তি করানোর পরে তার করোনা পরীক্ষা করা হয়। হাসপাতাল থেকে তখন বলা হয় তার রিপোর্ট নেগেটিভ। তারপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই আবার স্বাস্থ্যভবন থেকে থেকে রোগীর বাড়িতে ফোন করে বলা হয় রোগীর রিপোর্ট করোনা পজেটিভ। স্বাস্থ্য ভবন থেকে জানানো হয় অ্যাম্বুলেন্স পাঠানো হবে বাড়িতে। সেইমতো সোমবার রাতেই স্বাস্থ্য ভবন থেকে রোগীর বাড়িতে এম্বুলেন্স পাঠানো হয়। এবং রোগীকে নিয়ে এম আর বাঙুরের কোভিড বিভাগে ভর্তি করানো হয়।

বৃদ্ধের ছেলের অভিযোগ বাবা হাসপাতাল থেকে ফেরার সময় সামান্য দুর্বল ছিল, কিন্তু অসুস্থ ছিল। বাবা নিজেই হেঁটে অ্যাম্বুলেন্স ওঠেন। হাসপাতালে যাওয়ার পর রাতে ১১টার সময় হাসপাতাল থেকে ফোন করে বলা হয় বাবার অবস্থা খারাপ। সকালে ফোন করে হাসপাতালে জানায় বাবা মারা গিয়েছেন। যে লোকটা কয়েক ঘন্টা আগেও হেঁটে কথা বলছিলেন তিনি পরেরদিন মারা গেলেন।

এদিকে গোটা ঘটনায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পরিবারে। বৃদ্ধার ছেলে অভিযোগ করেন বাবা করোনা পজিটিভ হওয়ার পরেও হাসপাতালে ভুলে সারাদিন আমাদের সাথে কাটালেন। এবার জানিনা আমাদের কি হবে! বৃদ্ধার ছেলে আরও অভিযোগ করেন হাসপাতাল থেকে আমার বাবার ডেট সার্টিফিকেটও দেওয়া হয়নি। শুধু একটি চিরকুট দিয়ে বলা হয়েছে কলকাতা পুরসভা থেকে ডেট সার্টিফিকেট নিতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর