

বালুরঘাট ১৭ এপ্রিল ; লকডাউন মেনে চলার জন্য এবার পথে নামলো প্রশাসন। গত ২৪ দিন ধরে টানা লকডাউন চলায় দক্ষিন দিনাজপুর জেলায় বেশ কিছু ব্যবসায়ী সেই লকডাউন বিধি অমান্য করে চুপিসারে তাদের দোকান পসার খুলে ব্যবস্যা শুরু করেছিল। আর সুযোগ বুঝে সেই সুবিধে নিতে সেই সব দোকান গুলিতে লকডাউন বিধি উড়িয়ে ভীড় জমাচ্ছিল স্থানিওরা। এই চিত্র জেলার সর্বত্র একরকম না হলে ও জেলার খোদ জেলা সদর বালুরঘাটে এই চিত্র হামেশাই দেখতে পাওয়া যাচ্ছিল। করোনা কে রুখতে যে সোসাল ডিসটান্সের আচরন বিধি মেনে চলার জন্যই যে এই লকডাউন তা যেন এক কথায় হাস্যকর হয়ে পড়ছিল। এই নিয়ে স্থানিও বাসিন্দাদের মধ্যেও কঝোভ দেখা দিচ্ছিল।
সেদিকে লক্ষ রেখেই আজ বালুরঘাট শহরে ব্যবসায়ীদের লকডাউন বিধি মেনে চলার ব্যাপারে পথে নামল প্রশাসন। বালুরঘাট মহুকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জীর নেতৃত্বে প্রশাসনের একটি টিম বালুরঘাট শহরের বিভিন্ন বাজার এলাকায় হানা দেয়। তারা বেশ কিছু দোকানকে বন্ধ করে দেবার পাশাপাশি সেই সব দোকানদারদের ফের লকডাউন মেনে চলার ব্যাপারে কড়া হুশিয়ারি করে জানান না হলে পরবর্তিতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করা হবে।
তারা পরে বালুরঘাটের দুধ বাজারেও যান, সেখানে সোসাল ডিসটান্স না মেনে গা ঘেষাঘেষি করে দুধ বিক্রি করছেন দুধ বিক্রেতারা। সেদেখেই বালুরঘাট মহুকুমা শাসক তাদের এভাবে দুধ বিক্রি করতে নিষেধ করে তাদের ফাকা ফাকা করে বসে দুধ বিক্রি করবার কথা বলেন। নিজেদের প্রয়োজনেই তাদের আরো ছড়িয়ে ছিটিয়ে বসে দুধ বিক্রি করার কথা বলেন।
পরিদর্শন শেষে বালুরঘাট মহুকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জী জানান প্রশাসনের তরফে প্রথম থেকেই লকডাউন চলা কালিন সোসাল ডিসটান্স মেন্টেন করে যে চলা বার্তা দেওয়া হয়েছিল সেদিকে লক্ষ রেখেই আজ সেই একই বার্তা নিয়ে শহরের লকডাউন অমান্যকারীদের কাছে সেই বার্তাটাই তুলে ধরার জন্যই আজকে তাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন ৯৫ শতাংশ লকডাউন মানছেন ৫ শতাংশ মানুষ হয়তো ভুল করে বা এক্সটেনসনের বার্তা না জানার কারনে নিত্য প্রয়োজনীয় ব্যবসায়িক প্রতিষ্টান নয় জেনেও খুলে রেখেছেন। তাদের বুঝিয়ে শুনিয়ে লকডাউন মেনে বন্ধ রাখার কথাই তাদের বলা হয়েছে বলে তিনি জানান।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স