স্বাধীনতার পর সবচেয়ে বড় সংকট! কাজ হারাবে ১৪ কোটি, রঘুরাম রাজন - Bangla Hunt

স্বাধীনতার পর সবচেয়ে বড় সংকট! কাজ হারাবে ১৪ কোটি, রঘুরাম রাজন

By Bangla Hunt Desk - April 05, 2020

করোনার জেরে দেশজুড়ে লকডাউন চলছে। লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। লকডাউন কবে উঠবে আর লকডাউন উঠলেও দেশের অর্থনীতিকে আবার কবে চাঙ্গা করা যাবে এটাই এখন ভাববার বিষয়। দেশের এই অর্থনৈতিক সংকটেরকে দশকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর তথা অর্থনৈতিবিদ রঘুরাম রাজন। তার কথায় এই অর্থনৈতিক সংকটের মধ্যে দেশে কাজ হারাতে পারে ১৪ কোটি মানুষ।

সম্প্রতি তিনি লিখছেন লকডাউন পেরিয়েও যদি করোনা মোকাবেলা করা না যায় তবে অন্য পথ খুঁজতে হবে। ভাবতে হবে লকডাউনের পর কিভাবে লড়া যায়। আর বেশি সময় দেশকে লকডাউন করে রাখা প্রায় অসম্ভব। তাই অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব সংক্রামিত অঞ্চল গুলোতে যথাযথ ব্যবস্থা নিয়েই কাজ শুরু করে দিতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর