BREAKING: দিল্লিতে ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা! ইতিমধ্যেই মসজিদে জমায়েত থাকা ৬ জনের মৃত্যু - Bangla Hunt

BREAKING: দিল্লিতে ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা! ইতিমধ্যেই মসজিদে জমায়েত থাকা ৬ জনের মৃত্যু

By Bangla Hunt Desk - March 30, 2020

করোনা আতঙ্ক এখন দিল্লির নিজামুদ্দিন এলাকায়। গত ১-১৫ই মার্চ সেখানে একটি ধর্মীয় সভায় যোগ দিতে এসেছিলেন কমপক্ষে ২ হাজার মানুষ, বিদেশি প্রতিনিধিরাও ছিলেন সেখানে। ইতিমধ্যেই মসজিদের জমায়েতে ৬ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। আক্রান্ত হওয়ার থেকেও বেশি ভয় এই ভাইরাস ছড়িয়ে পড়ার। তা এই ঘটনায় ব্যাপক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।

দিল্লির এই ধর্মীয় সভায় বহু জায়গার মানুষের সমাগম হয়েছিল বলে জানা গিয়েছে। আর তাদের মধ্যেই ছিলেন আক্রান্তরা। ১-১৫ই মার্চের মধ্যে সেখানে ধর্মীয় সভা হয় আর সেই সভায় অন্তত ২০০০ মানুষের সমাগম হয়েছিল। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল ওই ধর্মীয় সভায় যোগ দিতে। এদের নিয়েই এখন প্রশাসনের মাথাব্যথা। আতঙ্কে এলাকার ১০০ জনের কেবিড-১৯ পরীক্ষা করা হয়েছিল, ফলাফল পাওয়া যাবে মঙ্গলবার।

উল্লেখ্য শ্রীনগরের বাসিন্দা এক ব্যক্তিও নিজামুদ্দিনের ঐ ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন। ৬০ বছর বয়সী বৃদ্ধ গত সপ্তাহে মারা গিয়েছেন। তার পরে আতঙ্ক ছড়ায় নিজামউদ্দিন ঘিরে।

ইতিমধ্যে করোনা আতঙ্কে সিল করে দেওয়া হয়েছে দিল্লির দক্ষিণের ওই এলাকা। প্রচুর ঘনবসতিপূর্ণ ওই এলাকায় রয়েছে তবলিগ-ই জামায়াতের প্রধান কার্যালয়। রবিবার ওই এলাকায় দিল্লির পুলিশ, সিআরপিএফ ও একটি মেডিকেল টিম যায়। ইতিমধ্যে ওই এলাকায় অনেকের শরীরে করোনার উৎসর্গ দেখা দিয়েছে। ওই এলাকায় বেশ কয়েকজনকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তিও করানো হয়েছে।

সংক্রমণ ঠেকাতে যখন মরিয়া সরকার তখন এমন ঘটনায় ওই মসজিদের মৌলানার বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। এরপর গ্রেপ্তার করা হয়েছে মৌলানা কে। যদি এখন গোটা এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং ওই এলাকায় জীবাণুমুক্ত করার জন্য রাসায়নিক স্প্রে ছড়ানো হচ্ছে।

এদিকে গত ২৪ ঘন্টায় গোটা দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩১৮ জন এবং মৃত ৩৪। রাজ্য গুলির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে। কেরলে আক্রান্তের সংখ্যা মোট ২৩৪ জন, মহারাষ্ট্রে ২২০, কর্নাটকে ৯১, দিল্লি
৯৭,আর বাংলায় আক্রান্ত ২২ আর মৃত ২।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর