পরের জমি থেকে ভুট্টা তোলাই কাল! মালদহে পিটিয়ে খুন যুবককে - Bangla Hunt

পরের জমি থেকে ভুট্টা তোলাই কাল! মালদহে পিটিয়ে খুন যুবককে

By Bangla Hunt Desk - April 06, 2024

মালদা- ভাইয়ের বাড়িতে ঘুরতে আসাই যেন কাল হলো। পরের জমি থেকে দুই,তিনটি ভুট্টা নিয়ে ছিলেন এক যুবক। আর তাতেই জমির মালিকদের রোশের মুখে পড়তে হলো তাকে। পিটিয়ে খুন করা হল মাঝবয়সী ওই যুবককে । সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায়।

পুলিশের হাতে গ্রেপ্তার এক অভিযুক্ত। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাদলিচকের ঘটনা। মৃত ব্যক্তির নাম জামালউদ্দিন (৪০)। বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায়। দুইদিন আগে জামাল উদ্দিন তার ভাই কামাল উদ্দিনের বাড়িতে ঘুরতে আসেন। কামালউদ্দিনের বাড়ি বাংলা-বিহার সীমান্তে কুমেদপুর লাগোয়া আজমনগর থানার অন্তর্গত বাটনারাহি গ্রামে। ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে শুক্রবার রাতে সাদলিচকে একটি ভুট্টার জমি থেকে দুই তিনটি ভুট্টা ভাঙেন জামাল উদ্দিন। তারপরেই কার্যত জমির মালিকেরা পিটিয়ে মারে ওই যুবককে। এমনটাই অভিযোগ ভাই কামাল উদ্দিনের। তিনি জানতে পারেন তার দাদা ভুট্টার জমির পাশে একটি সেতুতে পড়ে রয়েছে। তারপরেই গিয়ে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় তদন্তে নেমে নাসিম নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।জানা যাচ্ছে আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর