মুখ্যমন্ত্রীর নির্দেশ মত, চুন দিয়ে বেড়ি কেটে দেওয়া হল বিভিন্ন দোকানের সামনে - Bangla Hunt

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত, চুন দিয়ে বেড়ি কেটে দেওয়া হল বিভিন্ন দোকানের সামনে

By Bangla Hunt Desk - March 26, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলা এবার হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে হবিবপুর ব্লকের আকতৈল গ্রামপঞ্চায়েতে তরফে মহামারী প্রতিরোধে নির্দেশ জারি হয়েছে দেশজুড়ে। জনগনকে সচেতন করতে আকতৈল অঞ্চলের তরফে কেন্দপুকুর বাজার এলাকায় সব্জীর দোকান, মুদিখানা দোকান, ওষুধের দোকান থেকে রেশন দোকানের সামনে চুনদিয়ে বেরি করে রাউন্ড করে দেওয়া হয় দোকানের সামনে।

জায়গায় জায়গায় সাধারন মানুষের ভীড় কমাতে প্রশাসনে পক্ষ থেকে সাধারণ মানুষকে বোঝান হয় করোনা ভাইরাস সংক্রমণর কি ভাবে করে তাই এই চুনের বেরির বাইরে কেউ যেন না দারায় ভীর জমায়েত না করা হয়। জনঘনত্ব বজায় রেখে প্রতি ১ মিটার দূরে দূরে চুনের বেরি করে দেওয়া হল ক্রেতাদের জন্য। প্রত্যেক মানুষের মধ্যে যদি পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা সম্ভব হয়, তবে মহামারীর সংক্রমন ঠেকানো কিছুটা সম্ভব বলে বিশেষজ্ঞরা বারবারই জানিয়ে এসছেন। প্রয়োজনীয় সামগ্রী কিনতে দোকান কিংবা বাজারে যাওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে।তবে জায়গায় জনঘনত্ব না হয়ে সকল নাগরিককে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানাচ্ছে মুদি দোকানের মালিকেরাও। সাবধানতা সংক্রমন থেকে বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয় হবিবপুর ব্লক প্রশাসনের তরফে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর