

মালদা:-রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সদ্য তৃণমূলে যোগদানকারী নেত্রী তথা মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য পিঙ্কি সরকার মাহাতো। তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলে মিটিং-এর নাম করে হঠাৎ করে তাদের বিজেপিতে যোগদান করানো হয়। মালদা জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য পিংকি সরকার মাহাতোর এই অভিযোগ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ৩ মে মালদা সফরে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। ওইদিন অভিষেক ব্যানার্জীর হাত ধরে সামসি কলেজ মাঠের একটি সভায় তৃণমূলে যোগদান করেন মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য পিংকি সরকার মাহাতো এবং তার স্বামী হরিহর মাহাতো। আর তারপরেই ওই তৃণমূল দম্পতির এই বিস্ফোরক মন্তব্যে এখন জেলা জুড়ে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী হিসেবে বামনগোলা থেকে নির্বাচিত হয়েছিলেন পিংকি সরকার মাহাতো। তাঁর স্বামী হরিহর মাহাতো জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। সেই সময় জেলা পরিষদের বোর্ড গঠনের পর পিঙ্কি সরকার মাহাতোকে বন ও ভূমি কর্মধ্যক্ষ দায়িত্ব দেওয়া হয় । কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদানের একটা জোয়ার ওঠে। সেই সময় বামনগোলার তৃণমূল নেত্রী ও তার স্বামীকে মিটিং এর নাম করে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এরপরই আচমকা বিজেপিতে যোগদান করানো হয়।
আরো পড়ুন- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সদ্য তৃণমূলে যোগদানকারী নেত্রী
বিজেপি থেকে পদত্যাগ করে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদানের পর নেত্রী পিংকি সরকার মাহাতো বলেন, আমি এখনো জেলা পরিষদের নির্বাচিত সদস্য রয়েছি। একটা সময় তৃণমূলের হয়েই রাজনীতি করেছি। তখনও শুভেন্দুবাবু তৃণমূলেই ছিলেন। এরপর আচমকা বিধানসভা নির্বাচনের আগে আমাদেরকে যোগদান করানো হয় । সেই সময় জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি সরলা মুর্মু সহ অনেকেই ছিলেন । যাকে বিশ্বাস করে রাজনীতি করেছিলাম , তার দ্বারাই প্রতারিত হলাম। তারপর থেকে আর শাসকদলের নেতৃত্বের সামনে মুখ দেখাতে পারে নি। নিজের ভুলটা পরে বুঝতে পেরেছি। অবশেষে দল যে আমাকে ভালবাসে তা আরেকবার প্রমাণ হয়ে গিয়েছে। আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে পুনরায় তৃণমূলে যোগদান করেছি।
সদ্য তৃণমূলে যোগদানকারী নেতা হরিহর মাহাতো বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে কথাও আমরা তৃণমূলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম। বিজেপিতে যোগ দিয়েও কোনদিন সেই দলের হয়ে কাজ করি নি। নিজেদের গুটিয়ে রেখেছিলাম । একটা ভুল বার্তায় অনেক কিছু বদলে গিয়েছিল। অবশেষে আমাদের এইসব ঘটনার বিষয়টি জানতে পেরেই তৃণমূলের রাজ্য নেতৃত্ব দলে ফিরিয়ে নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সৈনিক হিসেবে আমরা কাজ করব।
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, সম্প্রতি মালদা সফরে অভিষেক ব্যানার্জি এসেছিলেন। সামসি কলেজ ময়দানে একটি জনসভার মধ্যেই বামনগোলার জেলা পরিষদের নির্বাচিত সদস্য পিংকি সরকার মাহাতো এবং তার স্বামী হরিহর মাহাতো তৃণমূলে যোগদান করেছেন । এখন থেকে তারা দলের হয়ে কাজ করবেন।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স