মালদা: তৃণমূল সাংসদ মৌসম নূরের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আয়কর দপ্তরের হানা । বুধবার সকালে তৃনমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেন। প্রথমে তার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। পরবর্তীতে হানা দেন তার মালদা শহরের সর্বমঙ্গলাপল্লীর বাড়িতে। তল্লাশি চালানোর সময় দুটি বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী দ্বারা ঘিরে ফেলা হয় । যদিও আয়কর দপ্তরের হানার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। আধিকারিকদের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি ।
যদিও সূত্রের দাবি গত কয়েক বছরে তৃণমূল নেতা হেমন্ত শর্মার সম্পত্তি যেভাবে ফুলেঁপে উঠেছে তারই তদন্তে নেমেছে আয়কর দপ্তর । বিরোধীদের অভিযোগ এই হেমন্ত শর্মা মৌসুম নূর কংগ্রেসে থাকা কালীন হবিবপুর ব্লকের দায়িত্বে ছিলেন । মৌসম তৃণমূলে যোগদান করার পরেই হেমন্ত শর্মাকে দেখা যায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে । আর এরপর থেকেই হেমন্ত শর্মার উত্থান চোখে পড়ার মতো । সূত্রের খবর হবিবপুর ব্লকের বাড়ি বাদ দিয়েও মালদা শহরে প্রায় কয়েক কোটি টাকা খরচা করে বাড়ি দেন তিনি । শুধু মালদা তেই নয় সূত্রের খবর কলকাতাতেও একাধিক ফ্ল্যাট রয়েছে এই হেমন্ত শর্মার নামে । রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়েও মৌসুম নূরের সফর সঙ্গী হতে দেখা গিয়েছে এই হেমন্ত শর্মাকে । জঙ্গল থেকে পাহাড় যখনই ছুটি মিলেছে মৌসুম নূর ের সফর সঙ্গী হয়েছেন মৌসমের ঘনিষ্ঠ এই হেমন্ত শর্মা । আর এই মৌসমের ঘনিষ্ঠ হেমন্ত শর্মার বাড়িতে আয়কর দপ্তরের হানার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনৈতিক মহলে । মালদার সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এবার বীরভূম কলকাতার মতোই মালদাতেও দেখা যাবে একই চিত্র।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!