সুন্দরবনের নদীতে ধরা পড়ল প্রায় ৭ ফুটের তেলেভোলা, বিক্রি হল সাড়ে ৩৬ লক্ষ টাকায় - Bangla Hunt

সুন্দরবনের নদীতে ধরা পড়ল প্রায় ৭ ফুটের তেলেভোলা, বিক্রি হল সাড়ে ৩৬ লক্ষ টাকায়

By Bangla Hunt Desk - May 24, 2022

ওপার বাংলার সুন্দরবনের নদীতে ধরা পড়ল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি গোসাবার নদীতে ধরা পড়ে। ক্যানিং বাজারে কেজিপ্রতি ৪৯,৩০০ টাকা দর ওঠে এই মাছের। কলকাতার এক সংস্থা সাড়ে ৩৬ লক্ষ টাকায় কিনে নেয় এই মাছ।। মাছ ধরতে গিয়ে ঝালে ধরা পরল পেল্লাই সাইজের তেলেভোলা (bhola fish)। ওজন প্রায় ৭৮ কেজি ২০০ গ্রাম।

আরো পড়ুন- SSC Recruitment Scam: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে গেল বেতন বন্ধের নির্দেশ! জুনেই প্রথম কিস্তি ফেরতের নির্দেশ

যা ব্রিক্রি হল প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকায়। কিনে নিল কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান। যার পেটে রয়েছে মূল্যবান কিছু সম্পদ। মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের (sundorbon) নদীতে মাছ ধরেন। জানা গিয়েছে মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। দক্ষিণ 24 পরগনার গোসাবার সোনাগাঁ থেকে শুক্রবার পাঁচ মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জাল ফেলার পর উঠে আসে ওই বিশাল মাছটি।

মৎস্যজীবীরা সেদিন সন্ধ্যায় ক্যানিং আড়তে মাছটিকে বিক্রি করার জন্য নিয়ে আসেন। আড়তদার প্রভাত মণ্ডল বলেন, ‘এর আগের এত বড় তেলিয়া ভোলা মাছ ক্যানিং বাজারে আসেনি’। পেটে বহু মুল্যবান সম্পদ বলতে সোনা-দানা বা হিরে নয়, ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলা মাছের শরীরের বিভিন্ন অংশের খুব চাহিদা আছে বলে জানান মৎস্যজীবীরা। মাছটি বিক্রি হয়েছে ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায়।

জানা গিয়েছে মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। দক্ষিণ 24 পরগনার গোসাবার সোনাগাঁ থেকে শুক্রবার পাঁচ মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জাল ফেলার পর উঠে আসে ওই বিশাল মাছটি। মৎস্যজীবীরা সেদিন সন্ধ্যায় ক্যানিং আড়তে মাছটিকে বিক্রি করার জন্য নিয়ে আসেন। আড়তদার প্রভাত মণ্ডল বলেন, ‘এর আগের এত বড় তেলিয়া ভোলা মাছ ক্যানিং বাজারে আসেনি’।

ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলা মাছের শরীরের বিভিন্ন অংশের খুব চাহিদা আছে বলে জানান মৎস্যজীবীরা। মাছটি বিক্রি হয়েছে ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর